করোনা মহামারির বছরে আয়কর (income tax) দাতাদের জন্য বড়সড় ঘোষনা করল আয়কর দপ্তর। দেশের করদাতাদের জন্য ২০১৯-২০ সালের আয়কর জমা দেওয়ার সময়সীমা এক ধাক্কায় অনেকটাই বাড়ালো কেন্দ্র।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছে ২০১৯-২০ সালের ব্যক্তিগত আয়কর জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
পাশাপাশি যেসব করদাতাদের একাউন্ট অডিট করতে হবে তাদের জন্য এই সময়সীমা আরো একমাস বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর জমা দিতে পারবে।
এর আগে করোনা মহামারি ও লকডাউনের পরিপ্রেক্ষিতে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল।
আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে নিজেদের টুইটার একাউন্ট থেকে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস।