বীরভূম দাপালেন সৌমিত্র খাঁ, কিছু করতে না পেরে সৌমিত্র খাঁ কে ‘এক পয়সার নেতা’ বললেন অনুব্রত

বাংলা হান্ট ডেস্ক : মল্লারপুর থানায় পুলিশি হেফাজতে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলে সংঘর্ষ বাধে।বিজেপির তরফ থেকে প্রথমে দাবি করা হয়, মৃত কিশোর ও তার পরিবারের সদস্যরা বিজেপি করে যদিও পরে মৃত কিশোরের পরিবারের তরফ থেকে জানানো হয়, তারা তৃণমূলের সমর্থক।

anubrata soumitra

এই ঘটনাকে কেন্দ্র করে আজ মল্লারপুরে 12 ঘণ্টার ধর্মঘট ডাকা হয়। সেই ধর্মঘটে সামিল হতে এবং থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করতে মল্লারপুরে পৌঁছান বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে একাধিকবার আক্রমণ করেন।

QT Soumitra Khan

অনুব্রত মণ্ডল কে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন,’ ওই ছেলেটার মা বাবা বলেছেব যে তারা জীবনে কোনওদিন বিজেপি করে নাই। এখন জোর করে বললে হবে!’ এদিন সৌমিত্র খাঁ এর নাম না করেই অনুব্রত মণ্ডল বলেন, ‘নোংরামি হচ্ছে। ওই এক পয়সা, দুই পয়সা, তিন পয়সার নেতা এলে যা হয়। ওর দাম হলো 1 নয়া, 2 নয়া, 3 নয়া। নাম বললে শরীর খারাপ হবে। নামটা বললেই বমি আসে।’


Udayan Biswas

সম্পর্কিত খবর