১৪ বছর বয়সেই যৌন হেনস্থা, অবসাদ নিয়ে মুখ খুললেন আমির কন‍্যা ইরা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে অভিষেক না করেও বেশ চর্চায় থাকেন আমির খান (aamir khan) কন‍্যা ইরা খান (ira khan)। বহুবার বহু বিতর্ক, সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কোনো না কোনো বিষয়ে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে ইরার নাম।

এবার ফের পেজ থ্রির পাতায় উঠে এসেছেন ইরা খান। কারণ তাঁর একটি ভিডিও (video)। অবসাদগ্রস্ততা ও টিন এজ বয়সে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনি তিনি তাঁর অনুরাগীদের সামনে তুলে ধরেছেন। মাত্র ১৪ বছর বয়সেই যৌন হেনস্থার মতো ভয়াবহ ও ঘৃণ‍্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল ইরাকে।

Screenshot 2020 11 02 19 47 53 634 com.instagram.android
ভিডিওতে মানসিক অবসাদ নিয়ে কথা বলতে শোনা যায় আমির কন‍্যাকে। এত বড় একজন সুপারস্টারের মেয়ে তিনি। জীবনে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। মনমরা হয়ে থাকেন কেন, এমনই সব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ইরাকে। সেই সব যাবতীয় প্রশ্নের উত্তর দিতেই এই ভিডিও করেন ইরা।

ভিডিওতে ইরা জানান, তাঁর যখন ১৪ বছর বয়স সেই সময় তাঁকে যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়। সেই সময় তিনি কিছুই বুঝতেন না এই বিষয়ে। যৌন হেনস্থা কি, তাঁকেই বা কেন এই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হচ্ছে কিছুই বুঝতে পারেননি তিনি।

https://www.instagram.com/tv/CHCR9zfgB2K/?igshid=1qo15rcwtmxr8

তখন বাবা মাকে সবটাই ইমেল মারফত জানিয়েছিলেন ইরা। বাবা মা ই তাঁকে সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি থেকে বেরোতে সাহায‍্য করেন বলেও জানান ইরা। অবসাদ থেকে বেরোনোর পর আর তেমন ভয়াবহ অভিজ্ঞতা হয়নি বলেও জানান তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর