মাস্ক খুলে একে অপরের কাছাকাছি কাজল-গৌতম, তুমুল ভাইরাল নব বিবাহিতা অভিনেত্রীর অন্তরঙ্গ ছবি

বাংলাহান্ট ডেস্ক: গত ৩০ অক্টোবর ব‍্যবসায়ী গৌতম কিচলুর (gautam kitchlu) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল আগরওয়াল (kajal aggarwal)। মুম্বইয়ের সাত তারা হোটেলে বসে রাজকীয় বিয়ের আসর। মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ থাকলেও অভিনেত্রীর বিয়ের কিছু মুহূর্তের ছবি (photo) ভাইরাল (viral) হয়ে গিয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। পরে অবশ‍্য কাজল নিজেই শেয়ার করেন বিয়ের ছবি।

এবার গত জুনের বাগদানের সময়কার অদেখা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন কাজল। সেদিন মনীশ মালহোত্রার ডিজাইন করা হলুদ রঙের শাড়িতে সেজেছিলেন তিনি। সঙ্গে মুখে ছিল ম‍্যাচিং হলুদ মাস্ক। পাশে গৌতম পরেছিলেন সাদা কুর্তা পাঞ্জাবি, মুখে সাদা ডিজাইনার মাস্ক।

IMG 20201102 201407
এক সময় মাস্ক খুলে দুজনেই কাছাকাছি আসেন। ঘনিষ্ঠ মুহূর্ত ক‍্যামেরাবন্দি হয়। সেই সব ছবি এখন শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে‌। এছাড়া বিয়ের অনুষ্ঠানেরও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কাজল আগরওয়াল‍।

https://www.instagram.com/p/CHEsBC1n6NY/?igshid=13jkmvgprk71m

https://www.instagram.com/p/CHErrazHE3e/?igshid=1sapzhdkpzhkt

করোনা পরিস্থিতিতে বর কনের পরিবার ও দুজনের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের উপস্থিতিতেই হয় বিয়ে। মুম্বইয়ের সাত তারা হোটেল দ‍্য তাজ মহল প‍্যালেসকেই কাজল বেছে নিয়েছিলেন বিয়ের ভেন‍্যু হিসেবে। দুধ সাদা গোলাপ, অর্কিড ও গোলাপি রঙের ছোঁয়ায় স্বপ্নপুরীর মতো সাজানো হয়েছিল কাজল গৌতমের বিয়ের আসর। পাঞ্জাবি ও দক্ষিণী দুই রীতিতেই হয় বিয়ে।

https://www.instagram.com/p/CHEraOAn3U_/?igshid=fl9yeuwlcb60

https://www.instagram.com/p/CHC9TB9HAS2/?igshid=tfg025ray349

https://www.instagram.com/p/CHAzbXvHY-l/?igshid=1l3yhce23ou10

https://www.instagram.com/p/CHAte8yn_0b/?igshid=171uhnznncvr0

এদিন নিয়ম ভেঙে অন‍্য কোনো রঙ নয়। বরং লাল ট্র‍্যাডিশনাল লেহেঙ্গাই বেছে নিয়েছিলেন কাজল। সঙ্গে হাতে কনুই পর্যন্ত মেহেন্দি, লাল চূড়া ও কলিঁরে। চুলে লাগানো এক গুচ্ছ সাদা গোলাপ ও মাঙ্গটিকা বিয়ের সাজ সম্পূর্ণ করে কাজলের। এই সাজে বিয়ের আগে একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর