বজরঙ্গবলী মন্দিরে পুজো দিচ্ছে হনুমান! ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে

viral video : প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। কোনো কোনো ভিডিও যেমন আমাদের ভাবিয়ে তোলে তেমনই বেশ কিছু এমন ভিডিও আছে যেগুলি আমাদের নির্ভেজাল আনন্দ দেয়। সম্প্রতি ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও।

IMG 20201105 110330

হনুমান, ভারতীয় মহাকাব্যের এমন এক চরিত্র যিনি রামায়ণ ও মহাভারত দুই কাব্যেই আছেন। রামায়ণে যেমন তিনি রামের সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা তেমনই মহাভারতে তিনি অর্জুনের রথ রক্ষাকারী। তাকে সারাভারত জুড়েই পুজো করা হয় বজরঙ্গবলী রূপে। দেশের প্রায় সব প্রান্তেই আছে তার মন্দির।

এহেন এক মন্দিরে বজরঙ্গবলীর পুজো চলাকালীন উপস্থিত হলো গেছো হনুমান। প্রথমেই সে শুরু করল বাঁদরামি। পুরোহিতের মাথায় চেপে বসল সে। কিছুক্ষণ পর অবশ্য কিছুটা শান্ত হয়ে এক মনে হাত জোর করে মন্ত্রপাঠ শুনলো সে।

ভারতের বিভিন্ন মন্দির চত্বরে হনুমানের উপদ্রব নতুন কথা নয়। তীর্থযাত্রীদের বিভিন্ন জিনিস কেড়ে নেওয়ার জন্য এদের বেশ দুর্নাম রয়েছে। তবে দেব দ্বিজে তার এমন ভক্তি কোন দিন দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না কেউই। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল ভিডিও

সম্পর্কিত খবর