বাংলাহান্ট ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটল। আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতির পদ অধিগ্রহণ করলেন জো বিডেন (Joe Biden)। জয়ের উল্লাসে মাতল ডেমোক্র্যাটিক দল। মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার রাষ্ট্রপতি পদ ছিনিয়ে নিলেন জো বিডেন (Joe Biden)।
৭৮ বছর বয়স্ক জো বিডেন আজ থেকে ৪৮ বছর আগে মার্কিন সিনেটে প্রথম প্রবেশ করেছিলেন তিনি। ৪৮ বছর ধরে দীর্ঘ লড়াইয়ের অবসান হল তাঁর। এবার আমেরিকার শাসনভারের দায়িত্ব হাতে পেলেন জো বিডেন। হোয়াইট হাউস দখলে চলে এল জো বিডেনের।
#BREAKING: Joe Biden wins US Presidential elections. Biden will become the 46th President of the United States. He is 78 (oldest) and today 48 years ago he had first entered the Senate. @CNN, @BBC & @AP have projected the win after Biden won #Pennsylvannia. Trump to move SCOTUS. pic.twitter.com/1dHg7eaNvt
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) November 7, 2020
শুক্রবার ‘ডিসিশন ডেস্ক’-এর সদর দফতর থেকে জো বিডেনকে জয়ী ঘোষণা করা হয়েছিল। আমেরিকার গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভেনিয়াতে ২০ টি আসন পেয়েই বিডেনের জয়কে নিশ্চিত ঘোষণা করেছিল ‘ডিসিশন ডেস্ক’। এবার তাদের গণনাকে সত্যি প্রমাণিত করে মার্কিন রাষ্ট্রপতি পদে জয়লাভ করলেন জো বিডেন।