প্রথমে পিছিয়ে থাকলেও দ্বিতীয় রাউণ্ডে এগিয়ে NDA, তেজস্বীকে পেছনে ফেলে এগিয়ে গেলেন নীতিশ

বাংলাহান্ট ডেস্কঃ মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে বিহার নির্বাচনের গণনার সংখ্যা। প্রথম রাউণ্ডে (NDA National Democratic Alliance) এগিয়ে ছিল ৯২টি আসনে এবং ১২৪টি আসনে এগিয়ে ছিল তেজস্বীর মহাজোট। সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে এগিয়ে গিয়েছিল তেজস্বী যাদব।

প্রথম রাউণ্ডে NDA (National Democratic Alliance) কে পেছনে ফেলে এগিয়ে গেলেও দ্বিতীয় রাউণ্ডে মহাজোটকে পেছনে ফেলে এগিয়ে যায় NDA। ১২২টি আসনে এগিয়ে রয়েছে NDA। মহাজোট এগিয়ে ১১৪ টি আসনে। ৭৫ টি আসনে এগিয়ে রয়েছে RJD। কংগ্রেস রয়েছে ২১ টি আসনে এবং বামেরা ১৩ টি আসনে।

nitish kumar 1579761724

দ্বিতীয় রাউণ্ডে কাম ব্যাক পারফরমেন্সে এগিয়ে গেলেন নীতিশ কুমার, পিছিয়ে গেলেন তেজস্বী যাদব। যে কোন মুহূর্তে আবারও ফলাফলের পাশা উল্টে যেতে পারে। তবে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই জানা যাবে নির্বাচনের ফলাফল।


Smita Hari

সম্পর্কিত খবর