বাংলা হান্ট ডেস্কঃ অনেক বাধা বিপত্তি কাটিয়ে শুরু হয়েছিল আইপিএল 2020। করোনা ভাইরাসের কারণে এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে বসেছিল আইপিএলের আসর। আড়াই মাস ধরে চলা আইপিএল শেষ হয়েছে গতকাল। এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স আপ হয়েছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস।
এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস এর কাছে হেরে আইপিএল অভিযান শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তারপরেই ঘুরে দাঁড়িয়েছিল মুম্বাই। পুরো আইপিএল জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করার নিরিখে পয়েন্ট টেবিলে প্রথম স্থান অধিকার করেছিল মুম্বাই। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল দিল্লি ক্যাপিটালসও। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল দিল্লি ক্যাপিটালস।
ফাইনালে মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং দিল্লি। ফাইনালে দিল্লিকে পাঁচ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 20 কোটি টাকা অপরদিকে আইপিএল রানার্সআপ হওয়ার জন্য দিল্লি জিতেছে 12.5 কোটি টাকা।