তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে ভারতরত্ন দেওয়া হোক, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দাবি BJP নেতার

বাংলাহান্ট ডেস্কঃ নোবেল শান্তি পুরস্কার প্রাপক দলাই লামাকে (dalai lama) এবার ভারতরত্ন দেওয়ার দাবি জানাল বিজেপি। বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তা কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক চিঠি লিখে আবেদন জানান, ‘তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে এবার ভারতরত্ন দেওয়ার বিষয়টি নিয়ে একটু বিবেচনা করে দেখুন’।

দলাই লামাকে ভারতরত্ন দেওয়া হোক
ভারত- চীন উত্তেজনার মধ্যেই পূর্বে তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে (dalai lama) ভারতরত্ন পুরস্কার অর্থাৎ ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়ার দাবি জানিয়েছিল ভারতীয় জনতা পার্টির ‘মেন্টর’ সঙ্ঘ পরিবার। তবে বর্তমানে জেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তা কুমার সরাসরি প্রধানমন্ত্রীকে এক চিঠি লিখে আবারও সেই বিষয়েই আবেদন জানালেন।

2015 07 10 NYC G18 3comitt

ভারতের বিভিন্ন স্থানে সব মিলিয়ে প্রায় ১ লক্ষ তিব্বতি বসবাস করলেও, তিব্বতকে সরকারী স্বীকৃতি দেয়নি ভারতের কোন সরকার। তবে তিব্বতকে স্বাধীন দেখার স্বপ্নে ৩০ হাজার সদস্যের ইউথ কংগ্রেস নামক এক সংগঠন অবিরাম লড়াই করে চলেছে।

চিঠিতে আরও লেখা ছিল
তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে ভারতরত্ন দেওয়ার অনুরোধ করার পাশাপাশি বিজেপি নেতা শান্তা কুমার চিঠিতে আরও লেখেন, ‘বর্তমানে চীন গোটা বিশ্বের কাছেই আতঙ্কের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সকল দেশের থেকে চীন বিছিন্ন হয়ে পড়েছে। সেইসঙ্গে ভারতের সীমান্ত এলাকায় লাদাখ সীমাও লঙ্ঘন করেছে চীন। ভারত এই সময়ে চীনের তরফ থেকে বড় হুমকির মুখোমুখি হয়েছে। বর্তমানে ১৯৫০ সালের ভুল শুধরে নেওয়ার সময় হয়েছে। তিব্বতের গণহত্যা হল একবিংশ শতাব্দীর বৃহত্তম ট্র্যাজেডি। তাই রাষ্ট্রসংঘে তিব্বতের বিষয়টি একবার উত্থাপন করা উচিত’।


Smita Hari

সম্পর্কিত খবর