দেশ-ধর্মের বেড়া টপকে কলকাতার কালিপুজোর উদ্বোধন করলেন বাংলাদেশের সাকিব আল হাসান

Published On:

হিন্দু – মুসলিম, ভারত – বাংলাদেশ সব বিভেদ মুছিয়ে দিল উৎসব। কলকাতার এক কালীপূজার উদ্বোধনে এলেন বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের একজন এবং বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান (sakib al hasan)

দীপাবলি সারা উপমহাদেশের উৎসব। অন্ধকারের বিরুদ্ধে আলোর, খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের এই উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে উড়ে এসেছিলেন সাকিব। বিধায়ক পরেশ পালের কালীপূজোর উদ্বোধন করেন এই অলরাউন্ডার। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও।

অনুষ্ঠানে উপস্থিত সাকিব এদিন পঞ্চপ্রদীপ নিয়ে আরতিরও সাক্ষী থাকলেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি। বিধায়ক পরেশ পাল তাকে স্মারক দিয়ে সম্মানিত করেন।


প্রসঙ্গত, কলকাতার দল নাইট রাইডার্স এর হয়ে আইপিএল ও খেলেছেন সাকিব। ২০১৮ আইপিএল চলাকালীন বুকি তার সাথে যোগাযোগ করেন। সেই খবর তিনি জানান নি। সেই অপরাধে ১ বছর নির্বাসনে ছিলেন এই ক্রিকেটার। কিছুদিন আগেই সেই নির্বাসন উঠে গিয়েছে।

 

X