সুখবর! বরফের চাদরে প্রাকৃতিক সৌন্দর্য্যে মুড়ে গিয়েছে হিমাচল প্রদেশ

শীতের আমেজ ইতিমধ্যেি জমে উঠেছে উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে। ইতিমধ্যেই কাশ্মীরের একাধিক জায়গায় গত সপ্তাহ থেকে বরফের চাদরে মুড়ে গিয়েছে সিমলা, কুলু, মানালি। কোনও জায়গায় এখনো বরফ না পড়লেও তীব্র শীত রয়েছে। আজ রোটাং পাসেও বরফ পড়া শুরু হয়েছে।

IMG 20201116 WA0102

রোটাং পাসের অধিকাংশ পর্যটক জিরো পয়েন্টে যেতে পারছে না কারন রাস্তা কার্যত বরফের চাদরে মুড়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে যুদ্ধকালীন প্রস্তুতিতে বরফ সরানোর কাজ চলছে। ভারতীয় সৈন্য এবং বায়ুসেনার জওয়ানরা বরফ সরিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। আবহাওয়া সূত্রে খবর, এবছর প্রচুর বরফ পড়বে। এবছর যে বেশি বরফ পড়বে তা আগেই সতর্কবাণী দিয়েছিল আবহাওয়া দপ্তর।

IMG 20201116 WA0101

করোনার কারণে পর্যটনশিল্প দীর্ঘ নয় মাস ধরে কার্যত স্তব্ধ ছিল। আস্তে আস্তে দূরপাল্লার ট্রেন চলাতে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ধীরে ধীরে পর্যটকরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। শীতের আমেজ আর সোনালী রোদ গায়ে মেখে পর্যটকদের সিমলার ম্যালে দেখা মিলছে। রোটাং পাসও ঢেকে গিয়েছে বরফের চাদরে।

IMG 20201116 WA0104

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর