বাংলা হান্ট ডেস্কঃ AIMIM প্রধান তথা লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) হিন্দুত্ব নিয়ে বড় ট্যুইট করেছেন। উনি ট্যুইট করে লেখেন, ‘হিন্দুত্ব এই মিথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, কেবলমাত্র একটি সম্প্রদায়ের কাছে রাজনৈতিক শক্তি থাকতে হবে আর মুসলিমদের রাজনীতিতে অংশ নেওয়ার কোনও অধিকার থাকবে না। সাংসদ আর বিধানসভার মধ্যে আমাদের বহুল উপস্থিতি হিন্দুত্ব সংঘের বিরুদ্ধে অবহেলনার কাজ, যদি আমি কেবলমাত্র একদিন না থাকি তাহলে ওঁরা উৎসব পালন করবে।”
হিন্দুত্বের কল্পনা মিথ্যের ভিত্তিতে গড়া! চরম বিতর্কিত বয়ান দিলেন আসাউদ্দিন ওয়াইসি
![aimim chief asaduddin owaisi budget parliament session df20ce30 d84c 11e9 aefb e5600836c7fe aimim chief asaduddin owaisi budget parliament session df20ce30 d84c 11e9 aefb e5600836c7fe](https://banglahunt.com/wp-content/uploads/aimim-chief-asaduddin-owaisi-budget-parliament-session_df20ce30-d84c-11e9-aefb-e5600836c7fe.jpg)
সম্পর্কিত খবর