সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ল আসানসোলের এক গ্রাম, হিন্দু বৃদ্ধের শেষকৃত্য করলেন মুসলিম যুবকরা

বাংলাহান্ট ডেস্কঃ রাজনৈতিক টানপোড়েনের মধ্যে আসানসোল (asansol) থেকে উঠে এল এমন এক ঘটনা, যা সাম্প্রদায়িক সম্প্রীতির নজর তৈরি হল। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার ‘দেশেরমহান’ গ্রামের বাসিন্দারা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন। হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম যুবকরা।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার জন্য দুর্গাপুরের রানীগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন রামধনু রজক। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার ‘দেশেরমহান’ গ্রামের বাসিন্দা ছিলেন এই সহায় সম্বলহীন বৃদ্ধ রামধনু বাবু। এই গ্রামে ২৩০ ঘরের মধ্যে তিনি একমাত্র হিন্দু ছিলেন। তাঁর অসুস্থতায় গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে তাঁকে হাসপাতালে ভর্তি করা থেকে তাঁর চিকিৎসার খরচ, সবই চালাতেন।

vjvfgvgvjvj

জীবন মৃত্যুর টানাপড়েনে শনিবার রামধনু বাবু মারা যাওয়ার পর তাঁর শেষকৃত্য করা নিয়ে দ্বন্ধে পড়ে যান গ্রামবাসীরা। অবশেষে মুসলিম গ্রামবাসীরাই তাঁর শেষকৃত্যের দায়িত্ব তুলে নিলেন নিজেদের কাঁধে। হিন্দু রীতি মেনে মুসলিম যুবকদের কাঁধে চেপেই ‘বল হরি’ ধ্বনি উচ্চারণের মধ্যে দিয়েই শ্মশানে গেলেন হিন্দু বৃদ্ধ।

জামুড়িয়ার শেষপ্রান্তে অজয় নদের তীরে এই ছোট্ট গ্রামের মানুষজন বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়লেন। মুসলিম পরিবারেরা দাঁড়িয়ে থেকে শেষকৃত্য সম্পন্ন করল প্রতিবেশি এক হিন্দু বৃদ্ধের। এমনকি বৃদ্ধ রামধনু বাবুর শেষ সময়ে শ্মশানে উপস্থিতও হয়েছিলেন অনেকেই।


Smita Hari

সম্পর্কিত খবর