বাংলাহান্ট ডেস্কঃ আরও শক্তিশালী ভাবে সেজে উঠছে ভারতিয় সেনা (indian army) ২০১৭ সালে চীনের সঙ্গে ডোকলাম বিবাদের পর, আবার ২০২০ সালে সেই চীনের সঙ্গে সংঘর্ষের মধ্যেই ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ (Deputy Chief of Army Staff) পদ গঠনের অনুমতি দিল ভারত (india) সরকার। সেনা সূত্রে খবর, আর্মি হেডকোয়াটারস-এর সুপারিশের পর সরকার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্রাটেজির নতুন পদ গঠনে সম্মতি জানায়। ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটিন্যান্ট জেনারেল পরমজিৎ সিং (lt gen paramjit singh)-এর উপর দায়িত্ব অর্পন করা হয়েছে।
আর্মিতে তৃতীয় ডেপুটি চিফের পদ গঠনের ফলে ভাইস চিফ অফ আর্মি স্টাফের উপর কাজের কিছুটা চাপ কমবে। কারণ, এই বিশেষ কমিটির কাছে মিলিটারি ইন্টেলিজেন্স এবং মিলিটারি অপারেশনের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া থাকবে। এছাড়াও ডাইরেক্টর জেনারেল ইনফরমেশন ওয়ারফেয়ারের রূপে নতুন পদ গঠনের বিষয়ে সরকার সম্মতি দিয়ে দিয়েছে। এই নতুন কমিটি মিডিয়ার সঙ্গে যুক্ত সমস্যাগুলকে দেখবে।
যখন ডোকলামে ভারত এবং চীনের সেনারা যুদ্ধের জন্য মুখোমুখি দাঁড়িয়েছিল, তখন দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। তখন আর্মি হেডকোয়াটার্স এই পদ গঠনের জন্য অনুরোধ করে। সরকার ডাইরেক্টর জেনারেল ইনফরমেশন পদ গঠনের সম্মতি দেয়। যার ফলে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল স্ট্রাটেজিক কমিউনিকেশনের কার্যালয়ও যুক্ত থাকবে।
ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্রাটেজি পদ সামলানোর পরও জেনারেল পরমজিৎ সিং-এর উপর আরও অনেক গুরু দায়িত্ব থাকবে। মিলিটারি ইন্টেলিজেন্স, মিলিটারি অপারেশন, স্ট্রাটেজিক প্ল্যানিং, অপারেশন লজিস্টিক জাতীয় বিভিন্ন কাজ দেখাশনা করবেন।
একদিকে যেমন শক্তিশালী অস্ত্র শস্ত্র তেমনি অন্যদিকে সীমারন্ত সুরক্ষার জন্য নতুন পদ গঠন, সব মিলিয়ে ভারত পুরোপুরি নিজেকে সব দিক থেকে তৈরি করে রাখছে। অতর্কিতে কখন শত্রুপক্ষ কোন দিক থেকে হামলা করবে, তা বুঝে যেন তৎক্ষণাৎ পাল্টা আঘাত হানা যায়, সেইভাবেই প্রস্তুত হচ্ছে ভারত।