বাংলাহান্ট ডেস্কঃ দেশের সুরক্ষাবলয়ে ভারত (india) লাগাতার সাফল্য অর্জন করে চলেছে। এমনকি হাইপারসোনিক টেকনলজি ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন দেশের থেকে বহু আগে রয়েছে ভারত। এই শক্তিশালী হাইপারসোনিক টেকনলজি ভারতের আগে মাত্র ৩ টি দেশের কছেই ছিল। এবার সেই তালিকায় ঢুকে পড়ল ভারতের নাম। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর স্থান পেল ভারতের নাম।
বর্তমান সময়ে শত্রুপক্ষের দেশকে ধূলিস্মাত করতে ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রচুর অস্ত্র ভাণ্ডার রয়েছে। যা শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দিতে সক্ষম। ভারতের এই সকল লুপ্ত ক্ষমতাগুলো হল-
ক্রুজ মিশাইলঃ ভারতের কাছে বর্তমানে রয়েছে শক্তিশালী ব্রহ্মস ক্রুজ মিশাইল (BrahMos)। এই মিশাইলের দ্বিতীয় পরীক্ষায় সুষ্ঠভাবে সফলতা পেয়ছে। এই মিশাইল বিশ্বের সবথেকে দ্রুতগামী সুপারসোনিক ক্রুজ মিশাইল। এই ধরনের ক্রুজ মিশাইল স্থল, জল এবন বিমান সর্বক্ষেত্র থেকেই চালনা করা সম্ভব। সোনিক, সুপারসনিক এবং হাইপারসোনিক গতিতে চলতে সক্ষম এই মিশাইল। অন্যান্য মিশাইলের তুলনায় এই মিশাইল মাটির কাছাকাছি থাকায় অন্যান্য অ্যান্টি মিশাইল সিস্টেম এই মিশাইলকে দ্রুত খোঁজে পায় না।
ব্যালেস্টিক মিশাইলঃ এই ধরনের মিশাইলকে সাধারণ আকাশপথে চালনা করতে হয়। রকেট থেকে চালনা করা সেলফ গাইডেন্স ওয়েপন্স সিস্টেম এটি, যা নিউক্লিয়ার বোমাও নিয়ে যতে সক্ষম। ভারতের কাছে অগ্নি, পৃথ্বী, সূর্য্য, সাগরিকা, প্রহার এবং ধনুরের মত ব্যালেস্টিক মিশাইল রয়েছে।
ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিশাইলঃ ৫৫০০ কিমি রেঞ্জ বিশিষ্ট এই মিশাইল নিজের সঙ্গে নিউক্লিয়ার এবং সেই ধরনের অন্যান্য অস্ত্র নিয়ে যেতে সক্ষম। ভারত ৫০০০ কিমি রেঞ্জের অগ্নিপাইপের পরীক্ষায় সফল হয়েছে।
এন্টি স্যাটেলাইট মিশাইলঃ গতবছরই মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষমতা অর্জন করে ভারত। এরপর থেকে ভারতের নাম বিশ্বের বেশ কিছু শক্তিশালী দেশের তালিকায় চলে আসে। এই এন্টি স্টাটেলাইট সিস্টেম শত্রু দেশের স্যাটেলাইট সিস্টেমকে ধূলিস্মাত করে দিতে সক্ষম।