৩১ শে ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকছে বেশকিছু ট্রেন, জানাল ভারতীয় রেল, দেখে নিন তালিকা

বাংলাহান্ট ডেস্কঃ চলতি মাসে বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। অর্থাৎ, ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বতিল থাকছে। এই বিশেষ ট্রেনের যাত্রীদের তাই আগে থাকতেই সতর্ক করল ভারতীয় রেল। নাজিয়ে দিল ট্রেন বাতিলের কারণ এবং বাতিল হওয়া ট্রেনের ডিটেলস। কিছু ট্রেন বাতিল করার পাশাপাশি আবার বেশ কিছু ট্রেনের সময় সূচীও পরিবর্তন করা হয়েছে।

ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান সময়ে প্রচন্ড ঠাণ্ডা পড়ার দরুন বেশ কিছু জায়গায় কুয়াশার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বর্তমান সময়ে কৃষি বলের প্রতিবাদে কৃষকদের যে আন্দোলন চলছে, তার জন্যও বেশকিছু ট্রেন বাতিল করা হয়েছে।

e20c1d66d87245ec54b516ed34f5c05c7dc9b6c164a9247a7af902d30582e9e4

১৬ ই ডিসেম্বর থেকে আগামী ১ লা জানুয়ারি অবধি একাধিক ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। বাতিল হওয়া ট্রেনের মধ্যে থাকছে-

গোরক্ষপুর-আনন্দ বিহার টার্মিনাস (ট্রেন সংখ্যা ০২৫৭২) বাতিল থাকছে- ১৬, ২০, ২৩, ২৭ ও ৩০ শে ডিসেম্বর। পাশাপাশি জানুয়ারি মাসের সমস্ত বুধবার এবং রবিবারও বাতিল থাকছে এই ট্রেন। অর্থাৎ ৩, ৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭ ও ৩১ তারিখ বাতিল থাকছে এই ট্রেন।

আনন্দ বিহার টার্মিনাস-গোরক্ষপুর (ট্রেন সংখ্যা ০২৫৭২) বাতিল থাকছে- ১৭, ২১, ২৪, ২৮, ৩১ শে ডিসেম্বর। পাশাপাশি জানুয়ারি মাসের সমস্ত রবিবার ও বৃহস্পতিবার বাতিল থাকছে এই ট্রেন। অর্থাৎ ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১, ২৫ ও ২৮ শে জানুয়ারী বাতিল থাকছে এই ট্রেন।

প্রয়াগরাজ রামবাগ থেকে কানপুর আনওয়ারগঞ্জের মধ্যেকার গোরক্ষপুর-কানপুর আনওয়ারগঞ্জ (ট্রেন নম্বর ০৫০০৪) ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। সেইসঙ্গে কানপুর আনওয়ারগঞ্জ-প্রয়াগরাজ রামবাগের মধ্যেকার কানপুর আনওয়ারগঞ্জ-গোরক্ষপুর (ট্রেন নম্বর ০৫০০৩) ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকছে।


Smita Hari

সম্পর্কিত খবর