বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দিবারাত্রি টেস্ট (India- Australia Day Night Test)। অ্যাডিলেডে প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গতকালই ঘোষণা করা হয়েছিল আজকের ম্যাচের প্রথম একাদশ। আর এই প্রথম একাদশ ঘোষণা করার পরই বিতর্ক সৃষ্টি হয়েছিল।
প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন পৃথ্বী শ-এর মতো চূড়ান্ত অফফর্মে থাকা ব্যাটসম্যান। অপরদিকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল কে এল রাহুল, শুভমান গিল এর মত দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যানদের। আর সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও পৃথ্বী শ-কে প্রথম একাদশে রাখা নিয়ে অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট এর সঙ্গে সহমত হতে পারেননি।
Day 1, Session 1 – #TeamIndia are 41/2
Pujara 17*
Virat 5*Updates – https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/Rxb2l6w92r
— BCCI (@BCCI) December 17, 2020
That's the tea break with India 2-41 at the first interval #AUSvIND
SCORECARD: https://t.co/LGCJ7zSdrY pic.twitter.com/3Cd2JIkMCC
— cricket.com.au (@cricketcomau) December 17, 2020
অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট পৃথ্বী শ-এর উপর যে ভরসা করেছিল সেই ভারসার মান রাখতে পারেনি পৃথ্বী শ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পৃথ্বী শ। তার কয়েক ওভার পরেই ব্যক্তিগত 17 রান করে প্যাট কামিন্স এর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
এই মুহূর্তে প্রথম সেশনের শেষে ভারতের রান 41, দুই উইকেটের বিনিময়ে। ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি (5) এবং চেতেশ্বর পুজারা (17)। এখনই দু’জেনের ওপরেই নির্ভর করছে ভারতের ইনিংস।
That's the tea break with India 2-41 at the first interval #AUSvIND
SCORECARD: https://t.co/LGCJ7zSdrY pic.twitter.com/3Cd2JIkMCC
— cricket.com.au (@cricketcomau) December 17, 2020