বাংলা হান্ট ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam gambhir) ভারতীয় ক্রিকেটের এক বিস্ময় নাম। যতদিন তিনি দেশের হয়ে ক্রিকেট খেলেছেন সততার সঙ্গে খেলেছেন এবং দেশকে অনেক ম্যাচে একহাতে জিতিয়েছেন। 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গৌতম গম্ভীর 97 রানের ইনিংস আজও মনে রেখেছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এছাড়াও অনেক ম্যাচে ভারতীয় দলকে জিতিয়েছেন গৌতম গম্ভীর। তারপর আইপিএল, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হয়ে পিছিয়ে পড়া দল নিয়ে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরের অবদান অস্বীকার করা যায় না।
ক্রিকেট ছেড়ে এখন রাজনীতির ময়দানে গৌতম গম্ভীর। এখন তিনি বিজেপি সাংসদ। সাংসদ হওয়ার পরই গৌতম গম্ভীর জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে এসেছেন দেশের গরীব, দুঃস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। যেমন কথা তেমন কাজ। সাংসদ হওয়ার পর এবার নিজের এলাকায় অর্থাৎ পূর্ব দিল্লিতে গৌতম গম্ভীর খুলে ফেললেন গম্ভীর রসুই ক্যান্টিন।
https://www.instagram.com/p/CJOLoUbgycc/?igshid=xidglj5ne5a1
গম্ভীরের এই রসুই ক্যান্টিনে প্রত্যেকদিন এক টাকার বিনিময়ে গরীব- দুঃস্থ মানুষেরা দুপুরের খাবার খেতে পারবেন। মেনুতে থাকবে সাধারণ ভাত, মুগের ডাল, পাঁচমিশালি তরকারি এবং আচার। গম্ভীর জানিয়েছেন, “আপাতত গান্ধীনগরে এই ক্যান্টিন খোলা হয়েছে, তবে ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় এই ক্যান্টিন খোলার কথা চিন্তা ভাবনা করছেন। গম্ভীর এও জানিয়েছেন, এই ক্যান্টিন চালানোর জন্য সরকারের কাছ থেকে কিংবা সাংসদ তহবিলের কোন প্রকার অর্থ খরচ করা হবে না। এতদিন পর্যন্ত তিনি ক্রিকেট খেলে যা রোজগার করেছেন সেখান থেকেই তিনি এই ভাবে গরিব মানুষদের সাহায্য করবেন।”
https://www.instagram.com/p/CJOLoUbgycc/?igshid=xidglj5ne5a1