‘দিয়েছে তো মাত্র ৬ হাজার টাকা, কিন্তু ভাব দেখো- মনে হচ্ছে ৬ লক্ষ দিয়েছে’, মোদীকে কটাক্ষ করলেন সৌগত রায়

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে কৃষি বিল (agricultural bill) নিয়ে তোলপাড় গোটা দেশ। কেন্দ্রের পেশ করা কৃষি বিল নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই আন্দোলনে নেমেছে কৃষকরা। বিজেপি বাদে প্রায় বাকি সকল রাজনৈতিক দলগুলো কৃষকদের এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এই কৃষি বিল কৃষকদের পক্ষেই রয়েছে- কেন্দ্র সরকারের এই বিষয়টা মানতে চাইছে না কেউই। আবার অনেক রাজনৈতিক নেতৃত্ব নিজেদের স্বার্থে কৃষকদের ভুল বোঝাচ্ছে বলেও দাবি করেছে কেন্দ্র সরকার।

এবার এই কৃষি বিল প্রসঙ্গে কেন্দ্র সরকার এবং বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় (suagoto roy)। তিনি বলেছেন, ‘বিগত ১০ বছরে মমতা সরকারের শাসনকালে বাংলার কৃষকরা কি কোন আন্দোলন করেছেন? বাংলার কৃষকরা সরকারের বিরুদ্ধে কোন অভিযোগই করেনি। কিন্তু এদিকে দেখুন, মাত্র ৬ হাজার টাকা করে দিয়ে নাম কিনতে চাইছে মোদী সরকার। আর এমন ভাব করছে, যেন ৬ লক্ষ করে টাকা দিয়েছে’।

jhbcjvvcvv

সৌগত রায় আরও বলেন, ‘কেন্দ্র সরকারের এই আইনের আয়ত্তায় যদি ফসলের দাম বৃদ্ধি পায়, তাতে কিন্তু কৃষকদেরই ক্ষতি। মাঝখান থেকে আগের দামে ফসল কিনবে পুঁজিপতিরা। নতুন কৃষি আইনে কৃষি পণ্যের ব্যবসাকে তোলার চেষ্টায় রয়েছে কেন্দ্র সরকার। এই আইনের বিরোধিতা করে মহারাষ্ট্রে কৃষকরা আত্মহত্যা করছেন। কিন্তু সেই মূল বিষয় থেকেই সরে যাচ্ছেন নরেন্দ্র মোদী’।

এরই মধ্যে আবার জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই ভোট যুদ্ধে রণকৌশল চূড়ান্ত করতে বৈঠক ডেকেছে বিজেপি শিবির। সূত্রের খবর, সেখানে অংশ নেবেন চার কেন্দ্রীয় মন্ত্রী। সেইসঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী সহ মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দেওয়া নেতৃবৃন্দরাও।


Smita Hari

সম্পর্কিত খবর