প্রমাণ করুন তোলাবাজিতে ভাইপো যুক্ত, তাহলে ফাঁসিকাঠে ঝুলবঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপিতে যোগ দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম না করেই মেদিনীপুরের মঞ্চে দাঁড়িয়ে তাঁকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন নাম না করেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তোলাবাজ ভাইপো হাঁটাও’। এদিনের ডায়মন্ড হারবারের সভা থেকে সেই কথার পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশের নির্বাচনের পূর্বে সরগরম হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক শিবির। বিজেপি, তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দল কোমড় বেঁধে লেগে পড়েছে নিজেদের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে। চলছে দলে ভাঙ্গা গড়ার খেলা। পাশাপাশি চলছে নিজেদের আদর্শে দীক্ষিত করতে বৈঠক, সমাবেশ।

9301e97513d0f604fe6b16bca68b95be

রবিবার ডায়মন্ড হারবার অর্থাৎ নিজের লোকসভা কেন্দ্রে জনসভায় অংশ নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করতে করতে সেদিনের শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন। সেইসঙ্গে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও।

মঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে নিয়ে কিছুটা ব্যাঙ্গার্থ ভাষায় বললেন, ‘দিলীপ ঘোষকে গুন্ডা বলায় উনি আমার নামে মামলা করেছিলেন। দেখে ভালো লাগল, উনি গুন্ডাগিরি ছেড়ে অবশেষে আইনের পথ বেছে নিয়েছেন দেখে’। এরপরই ‘বাংলায় অবাঙালীদের অবদান বেশি’ এমন মন্তব্য করায় দিলীপ ঘোষের দিকে চ্যালঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়- এই বাঙালিরা না থাকলে, আজকের এই দিনটা কি করে আসত? যতদিন মমতা ব্যানার্জী রয়েছেন, বিজেপি যা কিছুই করুক না কেন- বাংলাকে গুজরাট হতে দেব না’।

এরপর প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের ভিত্তিতে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআইতে আমি ভয় পাই না। তোলাবাজিতে ভাইপো যুক্ত, এটা প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব আমি। চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা থাকলে তদন্ত করে দেখান’।

Smita Hari

সম্পর্কিত খবর