National Common Mobility Card service: নিত্যযাত্রীদের প্রায়ই একাধিক কার্ড সাথে রাখতে হয়, কোনোটা মেট্রো রেলে (metro rail) চড়ার জন্য, কোনোটা আবার লোকাল ট্রেনের (local train) টিকিট কাটার জন্য। এবার একাধিক কার্ডের এই ঝামেলা থেকে মুক্তি দিতে দেশে চালু হল MNMC কার্ড। আজ দিল্লি মেট্রো রেলের এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে এই সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই একটি কার্ডেই চড়া যাবে একাধিক গণ পরিবহনে। এই কার্ডটি মোদি সরকারের এক দেশ এক কার্ড উদ্যোগের অংশ৷ রিজার্ভ ব্যাঙ্ক গঠিত নন্দন নিলেকানি কমিটির মস্তিষ্কপ্রসূত। ইতিমধ্যেই ব্যাংকগুলিকে MNMC সহায়ক কার্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জেনে নিন বিশদে
১. মেট্রো ভ্রমণে ব্যাবহার করা যাবে Rupay ডেবিট কার্ড।
২. MNMC যে কোনো স্মার্ট ফোনকে সাময়িক পরিবহন কার্ড হিসাবে ব্যাবহার করার সুবিধা দেয়।
৩. দিল্লি মেট্রোর ৪০০ কিমি যাত্রাপথে ব্যাবহার করা যাবে
৪. ভবিষ্যতে ভারতের যে কোনো অঞ্চলে এই MNMC ব্যাবহার করা যাবে
৫.NCMC পরিষেবায় সাধারণ ডেবিট কার্ড, ও ওয়ালেট দুভাবেই ব্যাবহার করা যাবে।
আজ, সোমবার সকাল ১১ টায় এই নতুন চালকবিহীন মেট্রোর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি National Common Mobility Card service-এরও সূচনা করেন প্রধানমন্ত্রী। সেইমত সম্পন্ন করলেন শুভ কাজ। কেন্দ্রের এই নতুন উদ্যগের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে পরিবহণ ব্যবস্থায়ও অনেক গতি আসবে। প্রথমে Magenta Line-এ এই চালকবিহীন মেট্রো চালু হবে এবং তারপর ২০২১ সালের মাঝামাঝি সময়ে রাজধানীর Pink Line-এও চালু হবে এই মেট্রো ,,