বামেদের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পার্টি অফিসেও চলল তাণ্ডব

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষশেষে তৃণমূল সিপিএম (Communist Party of India) সংঘর্ষ, উত্তপ্ত হয়ে ওঠল বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকা। বৃহস্পতিবার কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবীতে বাঁকুড়ার বিষ্ণুপুরে মিছিল করেছিল সিপিএমের সদস্যরা। অভিযোগ উঠেছে সেই মিছিলে আচমকা তাণ্ডব চালায় শাসক দল।

সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিপিএমের মিছিল যখন বিষ্ণুপুরের বকডোগরা এলাকায় পৌঁছায়, তখনই কানফাটা আওয়াজে পরপর বোমা ফাটায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মিছিল লক্ষ্য করে ইটও ছোঁড়ে তৃণমূলের দুষ্কৃতীরা। এমনকি পুলিশের সামনেও এই হামলা চলার অভিযোগ তুলেছে সিপিএম কর্মীরা। গুরুতর আহত হন ১৮ জন সিপিএম কর্মী।

uohnfkfnkfn

নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে সিপিএমের দিকেই অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছে তৃণমূল। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুশান্ত মুখোপাধ্যায় বলেছেন, ‘পুরো কথাটাই ভুল। শেখপাড়ায় আমাদের পার্টি অফিস ভাঙচুর করার জন্য ওরাই বাইরে থেকে দুষ্কৃতীদের এনেছিল’।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানিয়েছে সিপিএম। এখনও অবধি এই ঘটনার জন্য গ্রেফতার করা হয়নি কাউকেই। তৃণমূলের দিকে আঙ্গুল তুলে সিপিএম বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য স্বপন ঘোষ বলেছেন, ‘এই ধরণের পেছন থেকে হামলা করা একপ্রকার কাপুরুষের মত কাজ। এখানে পুলিশের সামনে থেকেই ৮ দুষ্কৃতী বোমা ছোড়ে। এই ঘটনার আগে থেকেই আমাদের হুমকি দিচ্ছিল তৃণমূল’।

fbkjknkf

এই ঘটনায় আক্রান্ত সিপিএম কর্মী রাজীব আলি খান জানিয়েছেন, ‘আমাদের মিছিল চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা, ইট ছুড়তে থাকে। আমাদের ১৮ জন কর্মী গুরুতর জখম হয়েছেন’।

এই ঘটনা প্রসঙ্গে ট্যুইট করে প্রতিবাদের সুর চড়িয়েছেন সূর্য কান্ত মিশ্র।


Smita Hari

সম্পর্কিত খবর