বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল থেকে সিডনিতে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট (India vs Australia 3rd test)। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া তবে দ্বিতীয় ম্যাচে কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিঙ্কা রাহানের দল। আর তাই তৃতীয় টেস্ট ম্যাচ দুই দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
প্রথম টেস্ট ম্যাচ খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির অবর্তমানে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন আজিঙ্কা রাহানে। কোহলি না থাকায় ভারতীয় ব্যাটিং লাইনআপ কিছুটা দুর্বল হলেও তা বেশ শক্ত হাতে সামাল দিয়েছেন ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা। তবে এখন ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর কাছে চিন্তার বিষয় ভারতীয় বোলিং আক্রমণ। কারণ সিরিজ শুরুর আগেই চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ইশান্ত শর্মা। এছাড়া প্রথম টেস্ট ম্যাচ খেলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি, দ্বিতীয় টেস্ট ম্যাচে ফের ধাক্কা খায় ভারত। দ্বিতীয় টেস্ট ম্যাচে চোট পেয়ে সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন উমেশ যাদব। এর ফলে এই মুহূর্তে ভারতীয় বোলিংয়ে বেশ প্ৰভাব পড়েছে কারন যাসস্প্রীত বুমরাহ ছাড়া আর কোনো সিনিয়র পেসার এখন দলে নেই।
এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিভাবে ভারতীয় বোলিং আক্রমন সাজানো যায়। যেহেতু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় পেশার টি নটরাজন, সেই কারণে তৃতীয় টেস্টে টি নটরাজনের খেলার সম্ভাবনা প্রবল। অনেকেই মনে করছেন তৃতীয় টেস্ট ম্যাচে অভিষেক ঘটতে চলেছে টি নটরাজনের।
তৃতীয় টেস্টে ভারতীয় বোলিং আক্রমণ: যাসস্প্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, টি নটরাজন, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…