বাংলায় বিধানসভা ভোট কি এপ্রিলে? জল্পনা বাড়িয়ে আসছেন উপনির্বাচন কমিশনার

Published On:

বাংলার রাজনীতির মঞ্চে ভোটের দামামা বেজে গেলেও এখনো ঘোষণা হয় নি ভোটের দিনক্ষণ। অনেকেই মনে করছেন মে মাসে হতে পারে বিধানসভা ভোট। তবে বাংলায় নির্বাচন কমিশনের তৎপরতা দেখে মনে হচ্ছে ভোটের দিন বেশ কিছুটা এগিয়ে আসতেও পারে। আগামী ১২ ও ১৩ জানুয়ারি কলকাতায় আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

জানা যাচ্ছে, নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ও ভোটার তালিকা পর্যালোচনার জন্য ১২ ও ১৩ জানুয়ারি কলকাতায় আসছেন তিনি। উপ নির্বাচন কমিশনারের এই আগমন থেকে অনেকেই মনে করছেন মে মাসের বদলে আগামী এপ্রিল মাসে হতে পারে ভোট।

১৫ জানুয়ারি রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা যাচ্ছে। তারই আগে আসছেন উপনির্বাচন কমিশনার যা বেশ তাৎপর্যপূর্ণ। নির্বাচনের বিষয়ে তিনি জেলাশাসক, পুলিশ সুপার-কমিশনারদের সঙ্গে কথা বলতে পারেন।

সাধারণ ভাবে, জেলাশাসক, পুলিশ সুপার-কমিশনার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথা শোনেন উপনির্বাচন কমিশনার। এর আগে ডিসেম্বরে এসে তিনি মুখ্যসচিব ও দক্ষিণবঙ্গের জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করেছিলেন।

X