বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের ভন্ডারা জেলার এক হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগার কারণে দশ সদ্যজাতের মৃত্যু হয়। এই আগুন শুক্রবার আর শনিবারের মধ্যরাত্রি প্রায় ২ টো নাগাদ লাগে। আগুন লাগার পর ১৭ জন বাচ্চার মধ্যে ৭ জন বাচ্চাকে উদ্ধার করা সম্ভব হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিক নিউবর্ন কেয়ার ইউনিটে যখন আগুন লেগেছিল, তখন সেখানে ১৭ জন সদ্যজাত শিশু ভর্তি ছিল। আগুন লাগার খবর পাওয়ার পর তড়িঘড়ি ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়। কিন্তু হাজার চেষ্টা করেও ১০ জন সদ্যজাতকে বাঁচানো যায় না। যদিও ৭ জন সদ্যজাতকে উদ্ধার করা সম্ভব হয়।
শিশুদের মৃত্যুর পর তাঁদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। হাসপাতালে আগুন কি করে লাগল, সেটির তদন্ত চাইছে সবাই। সবাই এটিকে হাসপাতালেরই দোষ বলছে। হাসপাতালের বাইরে মানুষের ভিড় জমা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত নার্সরা দরজা খুলে ঘরের ভিতরে ধুয়ো দেখতে পারেন। এরপর ওনার তৎক্ষণাৎ হাসপাতালের আধিকারিকদের জানান। এরপর ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড পৌঁছায় আর সবার সাহাজ্য নিয়ে উদ্ধারকার্য চালানো হয়।