বিশ্বের প্রথম ইউনিভার্সাল বুলেট প্রুফ জ্যাকেট বানিয়ে সবাইকে তাক লাগালেন ভারতীয় সেনার মেজর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরও একটি বড় উপলব্ধি হাসিল করল ভারতীয় সেনা। ভারতীয় সেনার মেজর অনুপ মিশ্রা বিশ্বের প্রথম ইউনিভার্সাল বুলেট প্রুফ জ্যাকেট বানিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিএয়ছেন। মেজর অনুপ শর্মা এই বুলেট প্রুফ জ্যাকেটের নাম ‘শক্তি” দিয়েছেন। এই জ্যাকেটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জ্যাকেটটি মহিলা আর পুরুষ দুজনই পরতে পারবেন। এই বিশেষতই শক্তিকে অন্য বুলেট প্রুফ জ্যাকেট গুলোর থেকে আলাদা বানায়। এর সাথে সাথে এই জ্যাকেট বিশ্বের প্রথম ফ্লেক্সিবেল বডি আর্মারও।

এছাড়াও ভারতীয় সেনা সীমান্তে নজরদারি আরও উন্নত করতে সুইচ ড্রোন কেনার জন্য একটি চুক্তিতে হস্তাক্ষর করেছে। ভার্টিক্যাল টেক অফ আর ল্যান্ড করা এই ড্রোন ৪ হাজার ৫০০ মিটার উচ্চতায় ২ ঘণ্টা পর্যন্ত উড়তে সক্ষম।

এর পাশাপাশি এখন আর্মি অফিসার ক্যাপ্টেন রাজপ্রসাদ খনিগুলির সুরক্ষা এবং আইইডিগুলি নিষ্পত্তি করার জন্য অটোম্যাটিক রোবট প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তিনি দীর্ঘ লক্ষ্যবস্তুগুলিকে দূর থেকে গুলি চালানোর জন্য ওয়্যারলেস ইলেকট্রনিক ডেটোনেশন সিস্টেমও তৈরি করেছেন। এই নতুন উপলব্ধি গুলোকে ভারতীয় জওয়ানরা সেনা দিবসে প্রদর্শিত করে।

X