বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চিটফান্ড মামলায় গ্রেফতার আরও এক। এবার চিটফান্ড কাণ্ডে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। আজকের সিজিও কমপ্লেক্সে শুভ্রা কুণ্ডুকে নিয়ে যাওয়া হবে বলে খবর। এর আগে গতবছর সিজিও কমপ্লেক্সে একবার সিবিআইয়ের ডাকে হাজিরা দিয়েছিলেন শুভ্রা। এছাড়াও সাউথ সিটিতে শুভ্রার ফ্ল্যাটে তাকে জেরা করতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৯ এ অনেকবার সাউথ সিটির ফ্ল্যাটে হানা দিয়েও শুভ্রাকে পাইনি CBI। আগামীকাল শুভ্রাকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে যে, রোসভ্যালির মালিক গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর বিদেশে কয়েকশো কোটি টাকা পাচার করেছিলেন শুভ্রা। এমনকি উচ্চপদস্থ কর্তারা ওনাকে সাহায্য করেছিল বলে সিবিআই সুত্রের খবর। এছাড়াও রোজভ্যালির গয়নার বিপণি অদ্রিজা জুয়েলারির বাগুইহাটির স্টোররে কমপক্ষে ৭০০ কোটি টাকার গরমিল পেয়েছিল সিবিআই। এই নিয়ে শুভ্রাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।