বাংলাহান্ট ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটল। শনিবার থেকেই রাজ্যে শুরু হল করোনা ভ্যাকসিনের (corona vaccine) গণটিকাকরণ। শুক্রবারই রাজ্যের বিভিন্ন সরকারী এবং বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছিল এবং শনিবার সকাল থেকেই তা দেওয়া শুরু হয়েছে। তবে এই টিকা নিয়ে আবার কেন্দ্রকে কটাক্ষও করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে টিকা গ্রহণের প্রথম দিনই ঘটে যায় এক বিপত্তি।
শনিবার দিন কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি হাসপাতাল সহ রাজ্যের বিভিন প্রান্তে মোট ২০৭টি কেন্দ্র থেকে করোনা টিকা দেওয়ার কাজ শুরু করা হয়। প্রতিটি কেন্দ্রে যদি ১০০ জন করেও টিকা দেওয়া হত, তাহলে স্বাস্থ্য দফতর থেকে জানিয়েছিল প্রায় ২০ হাজার ৭০০ জন কোভিশিল্ডের ডোজ পেতেন। তবে প্রথম দিন টিকা নিলে প্রায় ১৬ হাজার জন। তবে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বিসি রায় হাসপাতালের এক নার্স (nurse)।
এদিন বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনা যোদ্ধা হিসেবে প্রথম টিকা নেন। তবে জানা গিয়েছে, অন্যান্য করোনা যোদ্ধাদের মত কলকাতার বিসি রায় হাসপাতালের এক নার্সও শনিবার করোনা টিকা নেন। কিন্তু আচমকাই তাঁর কাঁপুনি শুরু হয়। তৎক্ষণাৎ তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, টিকা নিয়ে কোন সমস্যা নয়, অ্যালার্জিজনিত সমস্যার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি এখন সুস্থই আছেন এবং ২-১ দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয় হবে।
অন্যদিকে ভ্যাকসিন প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, ‘রাজ্যের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন পাঠিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্র সরকার। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তবে এবিষয়ে যাতে কোন গুজব না ছড়ায়, সমস্যা না হয়, তাঁর জন্য জেলাশাসকদের সবদিকে খেয়াল রাখতে হবে। তবে ভয় পাওয়ার কোন কারণ নেই, রাজ্য সরকার সকলের জন্যই ভ্যাকসিন কেনার ব্যবস্থা করবে। আর সকলকেই বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার’।