চীনকে ঝটকা দিয়ে 5G নেটওয়ার্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত- জাপান

বাংলাহান্ট ডেস্কঃ হাত মেলাল ভারত (india) এবং জাপান (japan)। ব্যবসায়িক ক্ষেত্রে একসঙ্গে এগিয়ে যাবে উন্নতির দিশায়। স্বাক্ষরিতও হল চুক্তি। ভার্চুয়াল মাধ্যেম দুই দেশের প্রতিনিধি দুই দেশের মধ্যেকার ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করলেন। ভারত জাপানের এই বন্ধুত্ব দেখে এবার জ্বলে পুড়ে মরবে চীন, পাকিস্তান। ভারতের ক্ষমতার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না চীন পাকিস্তান।

ভারত এবং জাপান দুই দেশ সমঝোতা জ্ঞাপনে স্বাক্ষর করেছে। এই চুক্তিতে ভারতের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং জাপানের পক্ষ থেকে তাকেদা রায়োটা ভার্চুয়াল মাধ্যমে এই বিষয়ে চুক্তি বদ্ধ হয়। এর ফলে ভারত এবং জাপান একযোগে 5g নেটওয়ার্ককে (5g network) বাস্তবে রূপ দিতে, সমুদ্রের মধ্যে দিয়ে ফাইবার কেবল টেনে নিয়ে যেতে, এমনকি স্মার্ট সিটি গড়ে তোলার কাজে হাতে হাত মিলিয়ে কাজ করবে।

5g wireless technology network connections by credit vertigo3d gettyimages 1043302218 3x2 100787550 large

দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি তারা একে অপরের সীমান্ত সুরক্ষার দিকেও নজর রাখবে। সেইসঙ্গে ভারত সরকারের C. এবং ITI LTD সংগঠনও ভারত জাপানের এই চুক্তির অংশ হবে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, আন্দামান নিকোবরকে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলের সঙ্গে সংযুক্ত করার কাজ ভারত এবং জাপানের মধ্যেকার সমঝোতাকে সামনে আনে। পাশাপাশি করোনা মহামারির সময় অর্থনৈতিক সংকট থেকে দূরে রাখতে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিও চালু করেছে ভারত সরকার।

পূর্বে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাপানের বিদেশমন্ত্রীর মধ্যেকার টোকিও বৈঠকের পর জানানো হয়েছিল, ভারত এবং প্রশান্ত মহাসাগরের কানেক্টিভি পিলারে জাপানও অংশ নিচ্ছে। অন্যদিকে বলা যায়, ভারত এবং জাপানের মধ্যেকার 5g নেটওয়ার্কের চুক্তি চীন সরকারকে এক বড়সড় ঝটকা দিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর