বাংলা হান্ট ডেস্কঃউত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণে যোগদান স্বরুপ শুক্রবার ২ লক্ষ টাকা দান করেন। মন্দির নির্মাণের জন্য বানানো ট্রাস্টে দেশব্যাপী সহযোগ অভিযান শুরু করা হয়েছে। রাম মন্দির নির্মাণের জন্য ধন সংগ্রহ অভিযান শুক্রবার থেকেই শুরু হয়েছে।
রাম মন্দির নির্মাণের জন্য দেশের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ৫ লক্ষ ১০০ টাকার চেক দান করে চাঁদা সংগ্রহ অভিযান শুরু করেন। ওনার থেকে চাঁদা চাওয়ার জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, বিশ্বহিন্দু পরিষদ আর স্বয়ংসেবক সঙ্ঘের এক প্রতিনিধি মণ্ডল গিয়েছিল।
নতুন মন্দিরের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপতিরা পর্যন্ত সহযোগিতা করছে। হিরে ব্যবসায়ী গোবিন্দভাই ঢোলকিয়া অয্যোধ্যায় ভব্য রাম মন্দির নির্মাণের জন্য ১১ কোটি টাকা দান করেছেন।
গোবিন্দভাই গুজরাটের একজন হিরে ব্যবসায়ী। তিনি ডায়মন্ড কোম্পানি শ্রীরামকৃষ্ণ এক্সপোর্টের ফাউন্ডার। হিরে ব্যবসায় এই নাম খুবই পরিচিত। আহমেদাবাদ মিররের একটি রিপোর্ট অনুযায়ী, গোবিন্দভাই গুজরাটে মন্দির নির্মাণের জন্য চাঁদা সংগ্রহ করার অভিযান চালাচ্ছেন। তিনি গুজরাটে রাম মন্দির নিধি সমর্পণ অভিযানের প্রধান, আর ওনার নেতৃত্বেই রাজ্যে প্রথম দফায় শিল্পপতি আর বড়লোকদের থেকে চাঁদা সংগ্রহ করা হচ্ছে। উনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সাথে যুক্ত।
রাম মন্দিরের জন্য চাঁদা জোটানোর অভিযান শুক্রবার থেকে শুরু হয়েছে। এই অভিযান অনুযায়ী, ৫ লক্ষের বেশি গ্রামে ১২ কোটির থেকে বেশি মানুষের সাথে সম্পর্ক করা হবে। মন্দির বানানোর জন্য চাঁদা সংগ্রহ করার কাজ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অভিযান অনুযায়ী, ১০০ টাকার আর ১০০০ টাকার কুপন করা হবে। আর ২০০০ টাকা চাঁদা দেওয়া মানুষদের রশিদ দেওয়া হবে। এই চাঁদা দিয়েই অয্যোধ্যায় ভব্য শ্রী রাম মন্দিরের নির্মাণ করা হবে।