বাংলা হান্ট ডেস্কঃ ন্যাশানাল কনফারেন্সের প্রধান তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। রবিবার একটি বইয়ের লঞ্চিংয়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সবাইকে হাসানোর কাজ করেন। উনি বলেন, করোনা ভাইরাস এক আজব পরিস্থিতি সৃষ্টি করেছে। যখন থেকে এই মহামারী শুরু হয়েছে, তখন থেকে আমি আমার বৌকে চুমু খাই নি। ওনার এই মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত সবাই হাসাহাসি শুরু করে দেন। ফারুক আবদুল্লার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
Dr #FarooqAbdullah is old by age but he is young by heart. 🥰 pic.twitter.com/kG59toErlV
— Sajjad Kargili (@Sajjad_Kargili) January 17, 2021
ফারুক আবদুল্লা বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে মানুষ করমর্দন করতেও ভয় পাচ্ছে। আবদুল্লা বলেন, ‘এমনকি আমি আমার স্ত্রীকে চুমু পর্যন্ত দিতে পারি না। আলিঙ্গন করার মন চাইলেও সেটা করতে পারি না। আজ সবার সামনে আমি এই কথা জানাচ্ছি।”
উনি এই অনুষ্ঠানে বলেন, করোনার ভ্যাকসিন চলে এসেছে। কিন্তু সময়ই বলবে যে এই ভ্যাকসিন কতটা কার্যকর। আল্লাহ যেন এই মহামারী শেষ করে দেয়। কিন্তু আজকাল হাত মেলানো আর আলিঙ্গন করতে ভয় লাগে। ওনার এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা হেসে গড়াগড়ি খায়। ওনার এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
জানিয়ে দিই, জম্মু কাশ্মীরে রবিবার করোনার সংক্রমণের ১২৬ টি মামলা সামনে এসেছে। জম্মু কাশ্মীরে এখনো পর্যন্ত ১ লক্ষ ২৩ হাজার ৩৪৩ জন এই মারক ভাইরাসে আক্রন্ত হয়েছেন।