মা ঠাকুমার সঙ্গে আদরের ইউভান, ঘুরতে গিয়ে ‘হ‍্যাপি ফ‍্যামিলি’র ছবি শেয়ার করলেন রাজ

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly) ও ছোট্ট ছেলে ইউভানকে (yuvaan) নিয়ে শহর ছেড়ে ছুটি কাটাতে গিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী (raj chakraborty)। কাল শুভশ্রী ও ইউভানের কয়েক ঝলক দেখা গেলেও আজ রাজের গোটা পরিবারই ক‍্যামেরাবন্দি হলেন সকলের সঙ্গে।

ছুটি কাটাতে গিয়ে সক্কাল সক্কাল বেশ কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন রাজ। ছবিতে দেখা গিয়েছে রিসর্টের বাগানে বসে আড্ডায় মেতেছেন শুভশ্রী ও রাজের মা। অভিনেত্রীর কোলে রয়েছে ইউভান। মা, ঠাকুমার সঙ্গে বসে মিষ্টি হাসিতে নেটিজেনদের মন জয় করে নিয়েছে সে। সকলের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন রাজের দুই ভাগ্নি ও শুভশ্রীর দিদিও।

Screenshot 2021 01 21 12 15 59 472 com.instagram.androidScreenshot 2021 01 21 12 16 34 864 com.instagram.android

ইউভান চার মাসে পড়তেই ছেলেকে কোলে নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়েছেন রাজ শুভশ্রী। তবে লম্বা ট‍্যুর নয়, কাছেপিঠেই ঘুরতে গিয়েছেন তিনজন। উলুবেড়িয়ার দ‍্য আমায়া রিসর্টে গিয়েছেন তাঁরা। এদিন সাদা প‍্যান্ট ও সোয়েটশার্টে দেখা গেল শুভশ্রীকে। রাজ পরেছিলেন জিন্স ও কালো জ‍্যাকেট। ইউভানকে দু হাতে তুলে ধরে আদর করার সময় ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ব‍্যবস্থা ছিল আউটডোর লাঞ্চেরও।

ইউভানের চার মাসের জন্মদিনে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ছেলের মিষ্টি কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন শুভশ্রী। বাবা রাজের কোলে চেপে ক‍্যামেরার দিকে দু চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে ইউভানকে। খেলনা নিয়ে নিজের মনে খেলার সময়ের বা ছেলের খিলখিল হাসির ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।

শুভশ্রীর এই পোস্টে কমেন্টের বন‍্যা বয়ে গিয়েছে। কমেন্ট করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ঋতাভরী চক্রবর্তী, দর্শনা বণিক। ইউভানকে ‘পুতুল’ বলে আদরের সম্বোধন করেছেন ঋতাভরী। ইতিমধ‍্যেই ৯০ হাজার পেরিয়ে গিয়েছে লাইকের সংখ‍্যা।

Niranjana Nag

সম্পর্কিত খবর