লোকাল ট্রেনে বাজবে রবীন্দ্রসংগীত, পূর্ব রেলের সিদ্ধান্তে বেজায় খুশি যাত্রীরা

বাংলা হান্ট ডেস্কঃ আর একঘেয়ে হয়ে সফর করতে হবেনা ট্রেনে। যাত্রীদের জন্য বড় সুখবর দিল রেল। এবার থেকে পূর্ব রেলের সমস্ত লোকাল ট্রেনেই চলবে রবীন্দ্রসংগীত। রেলের এই সিদ্ধান্তে বেজায় খুশি যাত্রীরা। যদিও এই নিয়ে রাজনীতি খুঁজে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাঁদের মতে, বিধানসভা নির্বাচনের আগেই হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? যদিও তৃণমূলের এহেন প্রশ্নে কান দিতে নারাজ বিজেপি।

জানিয়ে রাখি, তৃণমূল ক্ষমতায় আসার পর ট্র্যাফিক সিগন্যাল গুলোতে রবীন্দ্রসংগীত বাজানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আর এবার রেলের এই সিদ্ধান্তকে তৃণমূল সরকারকে দেখে দেখে টুকলি করার অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী অরুপ রায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে নকল করছে বিজেপি। তিনি বলেন, এসব শুধু ভোটের জন্য করা হচ্ছে।

আরেকদিকে, বিজেপিও এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে। হাওড়া জেলার বিজেপির সভাপতি সুরজিৎ সাহা বলেন, রেল এই উদ্যোগ টা ভালো নিয়েছে। তৃণমূল এখন সবকিছুতেই রাজনীতি দেখছে। সুরজিৎ সাহা বলেন, কেন্দ্রের সমস্ত জনমুখি প্রকল্পকে নিজেদের নামে চালানো তৃণমূল এখন বিজেপির বিরুদ্ধে টুকলির অভিযোগ করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর