বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের বড় খবর! বনমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। কয়েকমাস ধরেই চলছিল জল্পনা। আর এবার তিনি সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন। তাহলে কি এবার বিজেপিতে বনমন্ত্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসার একদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা অন্তত সেদিকেই ইঙ্গিত করছেন।
শুভেন্দু অধিকারীর মতো রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের পোস্টারে ছেয়ে গিয়েছিল কলকাতার একাধিক জায়গা। এমনকি দুদিন আগে শুভেন্দু অধিকারী সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে এসে কাজ করার আহ্বানও জানিয়েছিলেন। আর এসবের মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিলেন।
বিধানসভা ভোটের আগে এই নিয়ে রাজ্যের তিনজন মন্ত্রী নিজের পদ থেকে ইসতফা দিয়েছেন। একজন যোগ দিয়েছেন বিজেপিতে। একজন জানিয়েছেন যে তিনি আপাতত রাজনীতি থেকে দূরে থাকবেন। আর একজন আজ ইস্তফা দিলেন। নির্বাচনের আগে একাধিক মন্ত্রীর ইস্তফায় জেরবার শাসক দল তৃণমূল।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার