বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ায় প্রতিদিনই নানা ধরণের ভিডিও ভাইরাল (video viral) হতে দেখা যায়। যা কখনও আনন্দদায়ক, আবার কখনও বেদনাদায়ক, আবার কখনও কোন ভিডিও চোখে জল এনে দেয় নেটপাড়ার বাসিন্দাদের। আজ সেরকমই একটি ভিডিওর বিষয়ে বিষয়ে আলোচনা করব, যা দেখে আবেগান্বিত হয়ে পড়েছে নেটিজনরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বিড়াল ছানাকে মাতৃস্নেহ দিচ্ছে এক নার্স কুকুর। ঠিক যেমন মা বিড়াল, তাঁর সন্তানকে দুধ খাওয়ায়, এই নার্স কুকুরটিও (nursing dog) বিড়াল ছানাটিকে (kitten) সেই একইভাবে দুধ খাওয়াচ্ছে। জানা গিয়েছে, ভিডিওটি নাইজেরিয়ায় কোন এক প্রত্যন্ত গ্রামের। যেখানে এক বিড়াল ছানাকে মায়ের আদর যত্ন দিচ্ছে এক নার্স কুকুর।
It's a most unusual sight: a kitten was spotted feeding on milk from a nursing dog in a remote village in Nigeria pic.twitter.com/imbyssZzvO
— Reuters (@Reuters) January 24, 2021
স্যোশাল মিডিয়ায় এই আবেগান্বিত ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ৪ লক্ষরেও বেশি মানুষ সেই ভিডিওটি দেখে নেয়। ভিডিওটিতে লাইক পড়ে ২ হাজারেরও বেশি এবং ভিডিওটি রিট্যুইট করে প্রায় ৪৫০ জনেরও বেশি মানুষ।
Sooooo cute
— Tyler, Splodge & our hoodad/slave (@PortsmouthLanes) January 24, 2021
ভিডিও দেখে প্যাট্রিক লেনি নামে এক ট্যুইটার ইউজার লিখেছেন, ‘সত্যই সুন্দর দৃশ্য’।
A mother’s love…..
— Jan B. Smith (@JanBSmith5) January 24, 2021
অপর এক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘মায়ের ভালোবাসা’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার