একদিকে যখন পুরো দেশ প্রজাতন্ত্র দিবস পালন করছে অন্যদিকে রাজধানী দিল্লীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। কেন্দ্রের নতুন ৩ টি কৃষি আইনের বিরুদ্ধে প্রদর্শন করতে করতে কৃষকরা নিউ দিল্লীর লালকেল্লা অবধি ঢুকে পড়েছে। শুধু এই নয়,কৃষকেরা লাল কেল্লায় লাল-হলুদ পতাকা উত্তোলন করে। বিরোধী প্রদর্শনকারীরা লাল কেল্লার গেটের দরজায় দড়ি বেঁধে তা ভাঙার চেষ্টা করে।
মঙ্গলবার দুপুরে প্রদর্শনকারীরা লালকেল্লায় ঢুকে পড়ে এবং এক গুম্বজের উপর পতাকা উত্তোলন করে। যেখানে দেশের প্রধানমন্ত্রী প্রতি বছর স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে ঠিক সেই স্থানে প্রদর্শনকারীর দল নিজেদের পতাকা উত্তোলন করে দেয়। এক প্রদর্শনকারী লাল কেল্লায় উঠে জাতীয় পতাকাকে ছুড়ে ফেলে দেয়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যদিও ভিডিওর সত্যতা নিয়ে কোনো কিছু জানা যায়নি
জানিয়ে পরিস্থিতি বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল। আজ তা ব্যাপক আকার ধারণ করে। একেবারে হিংসকভাবে কৃষকরা লালকেল্লায় ঢুকে পড়ে এবং উপদ্রব শুরু করে। প্রদর্শনকারীরা পুলিশের বেরিকেট ভেঙে দেয়। যারপর পুলিশ তাদের উপর কাঁদুনে গ্যাস চালাতে বাধ্য হয়।
Delhi: Flags installed by protestors continue to fly at Red Fort. #FarmLaws #RepublicDay pic.twitter.com/U0SZnTw4Wn
— ANI (@ANI) January 26, 2021
একদল প্রদর্শনকারী হাতে লাঠি নিয়ে কয়েকজন পুলিশকর্মীকে ঘিরে নেয় এবং হাতাহাতি করতে শুরু করে। যদিও কিছুজন এসে পুলিশকর্মীদের সেখান থেকে বের করে নিয়ে যায়। একজন পুলিশকর্মীর হাতের উপর তরোয়াল চালানো হয়। পুলিশকর্মীকে এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু পুলিশ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। প্রজাতন্ত্র দিবসের দিন এমন ঘটনা যে খুবই লজ্জাজনক তা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার