মুখে হাসি মধ্যবিত্তের! একটানা ৩ দিন পর ভারী পতন স্বর্ণ বাজারে, দেখে নিন আজকের সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ পরপর ৩ দিন একই জায়াগায় থাকার পর চতুর্থ দিনে কমল সোনার দাম (gold price)। তাও আবার একধাক্কায় বেশ খানিকটা নিম্নগামী হল সোনার দামের গ্রাফ। সোনার দাম কমলেই, মানুষের মুখে ফুটে ওঠে হাসির ঝলক। শুভ কাজে হোক কিংবা মানুষের বিপদে আপদে, সবকিছুতেই সোনার গহনা খুবই কার্যকরী। তাই আজকের দিনে সোনার দাম কি চলছে তা জানতে সকল স্তরের মানুষই আগ্রহী হন।

বুধবার বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল। দোকানে দেখা গেল উপছে পড়া ভিড়ও।

gold jewellery gold prices gold purchases akshay tritiya wgc world gold council

কলকাতায় আজকের দিনে ২২ ক্যারেট সোনার দামের (today’s gold price) গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৮৪৯০ টাকা প্রতি ১০ গ্রামে এবং প্রতি ১ গ্রামের দাম হচ্ছে ৪৮৪৯ টাকা। গতকালের তুলনায় আজকের দিনে বেশ অনেকটাই কমেছে সোনার দাম। গ্রাম প্রতি প্রায় ১৭ টাকা কমেছে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম হচ্ছে ৫১১৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৫১১৯ টাকা।

অন্যান্য দিনের মত আজও কলকাতার তুলনায় দিল্লীতে সোনার দাম বেশ খানিকটা কম রয়েছে। আজ দিল্লীতে সোনার দাম ৪৭ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৯০০ টাকা।

fkfbkjnkjfhuie

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৫৭৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৫৭৫০ টাকা।

silver 7

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের সঙ্গে কমেছে রূপোর দামও। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৬.২০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৬২ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর