বীরভূমের অখ্যাত গ্রাম থেকে দিল্লির অনূর্দ্ব-১৯, স্বপ্নের ক্রিকেট উড়ান ওয়াসিমের

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের ছোট্ট গ্রামের বাসিন্দা ওয়াসিম। তবে ছোট বেলা থেকেই ওর শখ ছিল ক্রিকেটার হওয়ার। তবে শুধু পাড়াতে ক্রিকেট খেলেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান নি ওয়াসিম। ছোট থেকেই ওয়ামিসের ইচ্ছা ছিল পেশাদার ক্রিকেটার হওয়ার। স্বপ্ন দেখতেন বড় দলের হয়ে খেলার। অবশেষে ওয়াসিমের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে ওয়াসিম পাড়ি দিচ্ছেন গোয়ার উদ্দেশ্যে।

বীরভূম জেলার প্রত্যন্ত এলাকা চিনপাইয়ের নারায়নপুর নামক ছোট্ট গ্রামের বাসিন্দা ওয়াসিম। ছোট থেকেই স্বপ্ন দেখতেন বড় ক্রিকেটার হওয়ার। সেই উদ্দেশ্যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই তিনি কোচিং নিতে শুরু করেন সিউড়ির ডিএসএ ময়দান কোচিংয়ে। সেখান থেকেই স্বপ্নের উড়ান শুরু হল ওয়াসিমের। ওয়াসিমের বাবা পেশায় একজন ড্রাইভার। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে গাড়ির চালক হিসেবে কাজ করেন তিনি। টানাটানির সংসার হলেও তিনি ছেলের ক্রিকেট খেলা নিয়ে কোনদিনও সমঝোতা করেন নি। বরাবর ছেলে সমর্থন করে গেছেন ক্রিকেট খেলা নিয়ে।

1611871230 jela2 1

কয়েক দিন আগে দিল্লীর রোহিনী কমপ্লেক্স ‘গেম চেঞ্জার’ নামক একটি টুর্নামেন্টের আয়োজন করেছিল। সেই টুর্নামেন্টে অনলাইন রেজিস্ট্রেশন করেছিল ওয়াসিম। তারপর 21 শে জানুয়ারি এই টুর্নামেন্ট খেলতে দিল্লি উড়ে যান ওয়াসিম। সেখানে নিজের পারফরম্যান্সের জোরে দলকে গেম চেঞ্জার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করেছিল এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেখানে ওয়াসিমের খেলা নজর কেড়ে নেয় বেশ কয়েকজনের। তার কয়েক দিনের মধ্যেই ওয়াসিমের কাছে ফোন আসে তিনি নির্বাচিত হয়েছেন গোয়ার টি-টোয়েন্টি সিসিএল চ্যাম্পিয়নশিপে। এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছে ওয়াসিম সহ তার পুরো পরিবার।

Udayan Biswas

সম্পর্কিত খবর