বাংলাহান্ট ডেস্ক: পূর্ব বর্ধমানের খন্ডঘোষের সভা থেকে পরোক্ষে সায়নী ঘোষকে (sayani ghosh) ‘যৌনকর্মী’ বলে কুরুচিকর আক্রমণ শানিয়েছিলেন বিজেপি (bjp) সাংসদ সৌমিত্র খাঁ (soumitra khan)। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন সায়নী। আর মুখ খুলেই বিষ্ফোরণ। সোশ্যাল মিডিয়ায় বিজেপি সাংসদের উদ্দেশে তীব্র কটাক্ষ হেনেছেন অভিনেত্রী।
নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি বড়সড় পোস্ট করেছেন সায়নী। সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, সব পেশাকেই তিনি সম্মান করেন। তাই ‘যৌনকর্মী’র তকমা দিয়ে তাঁকে খুব একটা ছোট করতে পারেননি তিনি। বরং নিজেই ছোট হয়ে গিয়েছেন। সায়নী আরো লেখেন, এর থেকেই বোঝা গিয়েছে বিজেপি মহিলাদের কতটা সম্মান করে। সৌমিত্র খাঁ নিজেই সেটা স্পষ্ট করে দিয়েছেন।
তীব্র কটাক্ষ করে সায়নী লেখেন, ‘আপনার ওপর মামলা করাই যায় কিন্তু বেফাস বা বোকা কথা বলার জন্য আপনার পার্টির লোক ই আপনাকে নিতে পারে না.. So, মোটামুটি সব বিষয়ই আপনার credibility=zero, তাই পাত্তা দিলাম না।’
প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের খন্ডঘোষের সভা থেকে তৃণমূল তথা টলিউড শিল্পীদের প্রতি তীব্র আক্রমণ শানান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাঁর স্পষ্ট বক্তব্য, যারা শিবলিঙ্গকে অপমান করে, মা মনসাকে অপমান করে তারাই আদতে যৌনকর্মী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দেগে সৌমিত্র খাঁ বলেন, কিছু ফিল্ম আর্টিস্ট আছে যারা দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ২ লক্ষ টাকা করে স্যালারি পায়। তারা বলছে এই বুয়াইচন্ডী কালী মন্দিরে, শিবমন্দিরে শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে পুজো করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তাঁর কবিরা বলছে, মা সরস্বতী যৌনকর্মী?
সৌমিত্র খাঁ আরো বলেন, এবার জবাব দেওয়ার সময় এসেছে। নাহলে এখানে একটাও মন্দির আসৃত থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড় ধরে সবাইকে বার করে দেবেন। এখানেই শেষ নয়, দেবলীনা দত্তর ‘গোমাংস’ বিতর্ক নিয়েও ফুঁসে উঠতে দেখা যায় বিজেপি সাংসদকে। সায়নীর নাম নিয়ে তিনি বলেন, “আমি সায়নী ঘোষকে বলতে চাই তোমরা এই ধরনের কথা বলছ। ধর্মতলায় বসে নাটক করছ, অনেক কথা বলছ।
আমরা তো বলছি না তোমরা যেদিন মসজিদে আজান পড়বে আমরা সেদিন খারাপ কিছু করব। কিন্তু তৃণমূলের চাকর মতো কিছু অভিনেত্রীরা বলছে দূর্গাপুজোর অষ্টমীতে গোরুর মাংস খাওয়াবে। যে যার ধর্মে বিশ্বাস করি। কিন্তু আমাদের শিবলিঙ্গকে যারা অপমান করে, আমাদের মা মনসাকে যারা অপমান করে তারাই আসলে যৌনকর্মী বলে আমি মনে করি।”