শনিদেবের রোষানলের হাত থেকে বাঁচতে শনিবার করে মেনে চলুন এই বিশেষ নিয়ম

বাংলাহান্ট ডেস্কঃ দেবতা শনি (Shani dev) হলেন দেব সূর্য এবং মাতা ছায়ার পুত্র। এই জগত সংসারে শনি দেবকে সকলেই সামলে চলেন। সকলেই বলেন শনির দৃষ্টি একবার কাড় উপর পড়লে, সহজে তা থেকে মুক্তি পাওয়া যায় না। শনি দেবকে তুষ্ট রাখতে আমরা কত কি না পালন করি।

03 10 2020 shanidev puja on saturday 20823867

প্রত্যকে শনিবার সারাদিন উপোষ থেকে সন্ধ্যায় মন্দিরে গিয়ে শনি দেবের নিমিত্তে পুজো অর্পন করেন। সংসারের মঙ্গল কামনা এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখতে হিন্দু মহিলারা শনি দেবের পূজা করে থাকেন। তবে শনি দেবকে সন্তুষ্ট করতে যেমন বিভিন্ন নিয়ম কানুন পালন করতে হয়, তেমনই এমন কিছু কাজ আছে যা শনিবার না করাই শ্রেয়।

10 manfaat beras hitam atasi anemia hingga cegah diabetes

কালো শস্যঃ রান্নাঘরে খাবার তৈরির ক্ষেত্রে কালো রঙের যত শস্য আছে, তা কখনই শনিবার কিনবেন না।

salt

নুনঃ সপ্তাহের আর যে কোন দিন নুন কিনতে যান না কেন, শনিবার দিনটা অন্তত নুন কিনতে না যাওয়াই শ্রেয়।
জুতো বা কালো জামাঃ অনেকেই আছেন যারা কালো রং খুব পছন্দ করেন। তবে সেক্ষেত্রে কালো রঙের কোন নতুন জিনিস কেনার আগে মাথায় রাখবেন শনিবার দিন কখনই শুভ হবে না আপনার জন্য।

cf824 nuts top photo1 1 1

বাদামঃ শনিবার দিন বাদামও কিনতে নেই। তবে ঘরে থাকলে খেতেই পারেন।

Untitled 13 1

গোলমরিচঃ গোলমরিচ শেষ হয়ে গেলে কখনই শনিবারে কিনতে যাবেন না। দরকার হলে গোলমরিচ ছাড়াই খাবার খাবেন।

big ba380978869101d4f2d7e9f1a8521c28 06 06 17 333 Eggplant

বেগুনঃ শনি মঙ্গলবার বেগুন পুড়িয়ে খাওয়ার রীতি রয়েছে। তবে শনিবার কখনই বেগুন কিনবেন না। খেতে হলে, আগে থাকতে কিনে রাখুন।

image 277671 1581523857 1

র্ষের তেলঃ রান্নাঘরে যদি সর্ষের তেল বাড়ন্ত থাকে, তাহলে প্রয়োজনে সেদ্ধ ফুটিয়ে খাবেন। তাও শনিবার সর্ষের তেল কিনবেন না। এমনকি সর্ষেও কিনবেন না।


Smita Hari

সম্পর্কিত খবর