পরীক্ষার আগেই ফাঁস হয়েছিল TET পরীক্ষার প্রশ্নপত্র, দাবি তুললেন শুভেন্দু অধিকারী

বাংলাহান্ট ডেস্কঃ প্রায় ৫ বছর পর বাংলায় TET পরীক্ষা হল। কিন্তু শুভেন্দু অধিকারী (suvendu adhikari) অভিযোগ তুললেন, পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। রবিবার সকাল ১১ টা বেজে ৪০ মিনিট থেকেই সবার মোবাইলে প্রশ্নপত্র ঘুরছিল বলে দাবি করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

২০১৭ সালের ১২ মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যারা আবেদন করেছিলেন, তারাই একমাত্র রবিবারের TET পরীক্ষায় বসতে পেরেছিলেন। পরীক্ষা হয়েছিল দুপুর ১ টা থেকে দুপুর সাড়ে ৩ টে পর্যন্ত। ১২ টার মধ্যেই সকলকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়েছিল। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছে।

ibkbs

পরীক্ষার্থী ছিলেন প্রায় আড়াই লক্ষ এবং প্রায় এক হাজার কেন্দ্রে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। গার্ড এবং পরীক্ষার্থী কারোরই মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি ছিল এই পরীক্ষায়। মোট আড়াই ঘণ্টার পরীক্ষা হয়।

এদিকে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বিভিন্ন সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব বর্ধমানের এক সভা থেকে আবারও তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে TET পরীক্ষার প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী।

পরীক্ষা শুরুর আগেই TET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলে দাবি জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘SSC পরীক্ষা ২০১৪ সালের পর আর হয়নি। রবিবার TET পরীক্ষা হয়েছে। বেলা ১ টা থেকে এই পরীক্ষা ছিল। কিন্তু তার আগেই রবিবার সকাল ১১ টা বেজে ৪০ মিনিট থেকেই সবার মোবাইলে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল’।


Smita Hari

সম্পর্কিত খবর