বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর সীমান্তে কেন্দ্রে নয়া কৃষি আইন রদ করার দাবি নিয়ে করা আন্দোলনের আজ ৭০ তম দিন। গাজীপুর বর্ডার, সিঙ্ঘু বর্ডার আর টিকরি বর্ডারে কৃষকদের ভিড় লাগাতার বেড়েই চলেছে। আজ হরিয়ানায় রোহতক আর জিন্দে কৃষকদের মহাপঞ্চায়েত হচ্ছে। দুই জায়গাতেই কৃষক নেতা রাকেশ টিকাইত অংশ নিচ্ছেন। আরেকদিকে, তিনটি কৃষি আইনের বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারি দিল্লীর হাঙ্গামার মামলা দখল দেবেনা বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে যে, সরকার নিজেই করুক এই কাজ।
আরেকদিকে আজ হরিয়ানার জিন্দে কৃষক আন্দোলনের জন্য মহাপঞ্চায়েতে যোগ দেন রাকেশ টিকাইত। সেখানে মঞ্চে গিয়ে ওঠার কিছুক্ষণ পরই ওনার মঞ্চ হুরমুরিয়ে ভেঙে পড়ে। এরপর মঞ্চ ঠিক হলে রাকেশ টিকাইত উঠে ভাষণ দেন। তিনি সরকারকে হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, আমরা তো শুধু বিল ফেরত নেওয়ার কথা বলেছি, যদি গদি ফেরত দেওয়ার কথা বলতাম, তখন সরকার কি করত? উনি বলেন, এই বছর যুবদের বিপ্লবের বছর।
#WATCH | The stage on which Bharatiya Kisan Union (Arajnaitik) leader Rakesh Tikait & other farmer leaders were standing, collapses in Jind, Haryana.
A 'Mahapanchayat' is underway in Jind. pic.twitter.com/rBwbfo0Mm1
— ANI (@ANI) February 3, 2021
রাকেশ টিকাইত মঞ্চে ওঠার কয়েক মিনিটের মধ্যে মঞ্চ ভেঙে পড়ে। মঞ্চ ঠিক করে আবার ভাষণ দেওয়ার সময় টিকাইত বলেন, ভাগ্যবানদেরই মঞ্চ ভাঙে।