‘ওই ছেলেটা’, নাম না করেই রাজীবের নামে বন সহায়ক পদে কারসাজির অভিযোগ মমতার

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের দামামা বেজে উঠেছে বাংলায়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে (rajib banerjee) নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার জল্পনা যখন জোরালো হয়ে উঠেছিল, তখন রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল বেসুরো আওয়াজ। অনেক বুঝিয়েই লাভ হল না, অবশেষে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী।

বুধবার আলিপুরদুয়ারের সভা থেকেই গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। নাম না করেই একের পর এক কামান দাগলেন প্রাক্তন তৃণমূল নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করে বলেন, ‘কালো চোরগুলি বিজেপিতে গিয়ে ফর্সা হয়ে চলে আসে। বিজেপি তো একটা ওয়াশিং মেশিনের কাজ করছে। চোর, গুন্ডা, ডাকাতদের দলে নিয়ে তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখছে। অত সহজ না, তৃণমূল ক্ষমতায় থাকবেই’।

gghk

দফতরে কেলেঙ্কারির অভিযোগ তুলে নাম না করেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আমার এখান থেকে বেরিয়ে গিয়ে ওই ছেলেটা এখন অনেক বড় বড় কথা বলছে। বন সহায়ক পদ নিয়ে অনেক কারসাজি করেছে। ওঁর নামে আমাকে অনেকেই অভিযোগ জানিয়েছেন। চুরি করে বিজেপিতে গেছে। এবার তদন্ত করে দেখা হবে’।

মমতা ব্যানার্জি অভিযোগের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, ‘রাজীব যদি সত্যি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকত, তাহলে পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায় কেন গিয়েছিলেন রাজীরের হাতে পায়ে ধরতে? কেন পুলিশকে সবটা জানিয়ে দেননি। আচ্ছা- ওনার দলে চুরি মাফ, আর দল থেকে বেরোলেই তদন্ত হবে? মানুষ সবই দেখেছে আর বুঝতেও পারছে’।

Smita Hari

সম্পর্কিত খবর