বাংলা হান্ট ডেস্কঃ যুব বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক বামেদের। DYFI এর তরফ থেকে আগামী ১৭ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে থানা ঘেরাও অভিযান চালানো হবে। আর ১৮ ফেব্রুয়ারি রাজ্যে রেল রোকো আন্দোলন করা হবে। এছাড়াও মইদুলের মৃত্যুর কারণে হাইকোর্টের দরজায় কড়া নাড়তে চলেছে বাম নেতৃত্ব।
গত ১১ ফেব্রুয়ারি, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, কর্মসংস্থান সহ একাধিক দাবি নিয়ে নবান্ন ঘেরাও কর্মসূচি রেখেছিল বামেরা। সেই কর্মসূচি ঘিরে কলকাতায় ধুন্ধুমার কাণ্ড ঘটে। যুব বাম কর্মীদের আটকাতে জলকামান, লাঠিচার্জ করতে হয় পুলিশের। বামেদের অভিযোগ, লাঠিচার্জের নামে নির্মম ভাবে মারধর করা হয়েছে তাঁদের কর্মীদের। পুলিশের ব্যাপক মারধরে বাঁকুড়ার যুব বাম নেতা মইদুল ইসলাম মিদ্যা গুরুতর আহত হয়।
মইদুলকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই চিকিৎসা চলাকালীন সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। মইদুলের মৃত্যুর পর বামেদের বিক্ষোভের আগুনে কার্যত ঘি পড়ে। তাঁরা মইদুলের মৃত্যু নিয়ে প্রশাসন ও পুলিশকে কাঠগড়ায় তোলে। গতকাল মইদুলের মৃত্যুর প্রতিবাদে মৌলালিতে বামদের যুব ও ছাত্র সংগঠন বিক্ষোভ দেখায়।
এই বিক্ষোভে কলকাতা পুলিশের এক জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বামেদের বিরুদ্ধে। নিগৃহীত ওই পুলিশকর্মী প্রাণ বাঁচাতে একটি রেস্তোরাঁয় গিয়ে আশ্রয় নেন। এরপরেও শান্ত হয়নি বামেদের ছাত্র-যুবরা। তাঁরা পুলিশকর্মীকে রেস্তোরাঁ থেকে বের করার দাবি করতে থাকে।
গতকালের এই ঘটনার পরিপেক্ষিতে ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা আর নিগ্রহের ধারায় এই মামলা করা হয়েছে।