স্বাস্থ্যসাথী কার্ডে মিলল না চিকিৎসা, যন্ত্রণায় কাতর রোগীকে ফেরাল কলকাতার বেসরকারি হাসপাতাল

বাংলাহান্ট ডেস্কঃ আবারও উঠল একই অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ড (swastha sathi card) থাকা সত্ত্বেও রোগী ফেরাল হাসপাতাল। যন্ত্রণায় ছটছট করতে থাকা রোগীকে রেফার করা হয়েছিল কলকাতায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন আরামবাগের বাসিন্দা বছর ৫২ -এর আলাউদ্দিন খান। শরীরের দুটো হাড় ভেঙ্গে যাওয়ায় তাঁকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থা দেখে রেফার করা হয় কলকাতায়।

cjjjgjgj

ছেলে আকাশ খান সদ্যপ্রাপ্ত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বাবা আলাউদ্দিন খানকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসেন। সেখানে গিয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেখালে হাসপাতাল কতৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই কার্ডের পরিষেবা সেখানে নেই এবং আলাউদ্দিনের এই স্বাস্থ্যসাথী কার্ড অবৈধ।

পূর্বেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নানা সমস্যা দেখা দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং জানিয়েছিলেন, ‘যেসব হাসপাতাল কর্তৃপক্ষ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করতে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে হবে’। কিন্তু তা সত্ত্বেও রোগিকে কেন ফেরাল হাসপাতাল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

কলকাতার হাসপাতাল থেকে পরিষেবা না মেলায় আলাউদ্দিন খানের শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হওয়ায় তাঁকে গভীর রাতে আবারও আরামবাগে ফিরিয়ে নিয়ে আসে তাঁর পরিবার। আপাতত আরামবাগের একটি নার্সিংহোমে ভর্তি করা হলেও, সেখানে সঠিক চিকিৎসা পরিকাঠামো না থাকায় শেষ পাওয়া খবর অবধি আলাউদ্দিন খানের এখনও কোন চিকিৎসা শুরু হয়নি। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রয়েছেন তাঁর পরিবার।

Smita Hari

সম্পর্কিত খবর