ভেজা শরীরে এঁটে বসছে স্বল্প পোশাক, হলুদ মনোকিনিতে রাতের ঘুম ওড়ালেন সানি

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে সানি লিওনের (sunny leone) জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে (Bollywood) প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে।

সোশ‍্যাল মিডিয়াতেও দিনের পর দিন বেড়ে চলেছে সানির অনুরাগীর সংখ‍্যা। আর তাদের মনোরঞ্জনের জন‍্য মাঝে মাঝেই নিত‍্য নতুন ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন তিনি। বিকিনি অবতারে বহু বার অনুরাগীদের হৃৎস্পন্দন দ্রুত করেছেন সানি।

Karenjit KaurThe Untold Story of Sunny Leone
ফের একবার বিকিনিতেই মন কেড়েছেন অভিনেত্রী। হলুদ মনোকিনিতে সুইমিং পুলের জলে নেমে পড়েছেন তিনি। ভেজা চুল ভেজা শরীরে চোখে সানগ্লাস এঁটে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছেন সানি। ক‍্যাপশনে লিখেছেন, সপ্তাহের শুরুতে এভাবেই মন কাড়তে এসেছেন তিনি।

https://www.instagram.com/p/CLlLbABj14G/?igshid=1hhee25uh7bo5

এর আগে ট্র‍্যাডিশনাল পোশাকেই পুরুষদের রাতের ঘুম উড়িয়েছিলেন সানি। ছোট্ট ধুতি ও চোলিতে চরম হট অবতারে ধরা দিয়েছিলেন তিনি। সঙ্গে ট্র‍্যাডিশনাল গয়না, ভেজা চুল ও কপালে টিপ। নৌকায় বসে জলের মাঝে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন সানি। ছবিগুলি তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কেরলে স্প্লিটসভিলার শুটিংয়ে গিয়েই ফটোশুটে মেতেছেন সানি লিওন।

https://www.instagram.com/p/CLdebrBDOyz/?igshid=jdf8v21spbt6

সম্প্রতি সানির ‘অনামিকা’ ছবির শুটিং শুরু হতে না হতেই বড়সড় ঝামেলার মুখে পড়েছে এই ছবি। রীতিমতো তাণ্ডব চালানো হয় অনামিকার শুটিং সেটে। জানা গিয়েছে যারা তাণ্ডব করেছে তারা সকলেই ‘দ‍্য ফাইটারস অ্যাসোসিয়েশন’ এর সঙ্গে যুক্ত। অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলি মঘুল পাওনা পারিশ্রমিক আদায়ের জন‍্য তাদের শরণাপন্ন হন।

ছবির পরিচালক জানিয়েছিলেন, আব্বাসকে ১৩-১৪ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর সেটে হামলা করে ৩৮ লক্ষ টাকা দাবি করে ফাইটারস অ্যাসোসিয়েশনের লোকজন। এর আগে আব্বাসের করা আটটি শোয়ের জন‍্য বকেয়া পারিশ্রমিক হিসাবে দাবি করা হয় ওই টাকা।

পরিচালক বিক্রম ভাট জানান, শুটিং চলাকালীন তিন চার জন এসে তাঁকে শাসায় ক‍্যামেরার সামনে এসে শুটিং বন্ধ করে দেবে তারা। পরিচালক জানান প্রথমেই তাঁর মাথায় আসে সানির সুরক্ষার কথা। অভিনেত্রীকে কোনো ভাবে তাঁর ভ‍্যানিটি ভ‍্যানে তুলে দিতে সক্ষম হন তিনি। পরিচালক আরো বলেন, তাঁর কোনো ধারনাই ছিল না ফাইটারস অ্যাসোসিয়েশনের লোকজন এভাবে তাঁর সেটে হামলা করতে পারে। আব্বাসকে আইনি নোটিসও পাঠিয়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর