বাংলাহান্ট ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আগে থেকেই ছিলেন। তৃণমূলের (tmc) সভা অনুষ্ঠানে আগেও চোখে পড়েছে পরিচালক রাজ চক্রবর্তীর (raj chakraborty) উপস্থিতি। এবার সক্রিয় ভাবেই রাজনীতির ময়দানে নেমে পড়লেন রাজ। অতি সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়েছেন দলীয় পতাকা।
অপরদিকে স্বামীর তৃণমূলে যোগদান নিয়ে মুখ ভার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly)। আরো স্পষ্ট করে বলতে গেলে প্রাক্তন প্রেমিকা তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর (mimi chakraborty) কাছাকাছি রাজ আসুন তা একেবারেই পছন্দ করছেন না শুভশ্রী। তাই নিয়েই চিন্তায় মুখ ব্যাজার হয়ে রয়েছে অভিনেত্রীর।
না, এমনটা বাস্তবে কিন্তু ঘটেনি। বরং পুরোটাই নেটজনতার হাসি মশকরার ফসল। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ট্রোলের পাত্র হয়ে উঠেছেন রাজ। মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের একসময়ের প্রেমের কথা কারোর জানতেই বাকি নেই। পরে অবশ্য শুভশ্রীর প্রেমে পড়ে তাঁকেই বিয়ে করেন রাজ।
তৃণমূলে যোগ দিয়ে আবার সেই প্রাক্তনের সঙ্গেই ‘ওঠাবসা’ করবেন রাজ। এমন চিন্তাতেই মুখ ভার হয়ে রয়েছে শুভশ্রীর। ‘পরিণীতা’ ছবির একটি দৃশ্য নিয়ে এমন মিমি বানানো হয়েছে আর তা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে বাস্তবে এখন যে মিমি ও শুভশ্রীর সম্পর্কটা বেশ ভাল তা জানেন নেটিজেনরাও। ইউভানের জন্মের পর তার জন্য উপহারের ডালাও পাঠিয়েছিলেন মিমি।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে সবুজ শিবিরে যোগ দেন কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, মানালি দে সহ আরো অনেকে। তৃণমূলে যোগ দেন ক্রিকেটার মনোজ তিওয়ারিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেন একঝাঁক তারকা।
তৃণমূলে যোগ দিয়ে সায়নী বলেন বাংলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। পরিচালক রাজ বলেন, তৃণমূলের জন্য এবার প্রচারে নামবেন। কাঞ্চন মল্লিকের বক্তব্য, দিদি এবার হ্যাটট্রিক করবেন। উল্লেখ্য এঁরা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।