জমজমাট ‘জি বাংলার সোনার সংসার’, হাড্ডাহাড্ডি লড়াই রাণী রাসমণি-কৃষ্ণকলির, দেখুন বিজেতাদের তালিকা

বাংলাহান্ট ডেস্ক: ‘জি বাংলার সোনার সংসার (zee bangla sonar songsar)’ আক্ষরিক অর্থেই জমজমাট। বৃহস্পতিবার এই বিশেষ অ্যাওয়ার্ড (award) শো উপলক্ষে বসেছিল তারকাদের চাঁদের হাট। উপস্থিত ছিলেন ‘রাণী রাসমণি’ দিতিপ্রিয়া রায় থেকে ‘রাধিকা’ স্বস্তিকা দত্ত। ধারাবাহিকগুলির মধ‍্যেও হল হাড্ডাহাড্ডি লড়াই।

শ্বশুর, শাশুড়ি, ছেলে, বৌমা মিলিয়ে এবারে অ্যাওয়ার্ড ক‍্যাটেগরির সংখ‍্যাও ছিল বেশি। তবে বাকিদের গোল দিয়ে সেরা ধারাবাহিকের তকমা ছিনিয়ে নিয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। জমিয়ে লড়াই হয়েছে কৃষ্ণকলি, যমুনা ঢাকি ও কি করে বলবো তোমায় এর মধ‍্যে। সেরা নায়ক, সেরা জুটির অ্যাওয়ার্ডও হয়েছে ভাগ।

Screenshot 2021 02 26 18 02 49 554 com.instagram.android
দেখে নিন অ্যাওয়ার্ড প্রাপকদের তালিকা-
সেরা ধারাবাহিক- করুণাময়ী রাণী রাসমণি 

সেরা সংসার কৃষ্ণকলির চৌধুরী পরিবার

প্রিয় নায়ক- কি করে বলব তোমায় এর কর্ণ, কৃষ্ণকলির নিখিল
সেরা নায়িকা- করুণাময়ী রাণী রাসমণির রাণীমা, যমুনা ঢাকির যমুনা

প্রিয় খলনায়ক- কৃষ্ণকলির অশোক

প্রিয় খলনায়িকা- কি করে বলব তোমায় এর পায়েল সেন, কৃষ্ণকলির রাধারানি
সেরা জুটি- কী করে বলব তোমায় এর কর্ণ-রাধিকা, কৃষ্ণকলির নিখিল-শ্যামা

প্রিয় শ্বশুর- যমুনা ঢাকির কেদার রায়

প্রিয় শাশুড়ি- যমুনা ঢাকির অনুরাধা রায়
প্রিয় বাবা- যমুনা ঢাকির গঙ্গা ঢাকি
প্রিয় মা- ফিরকির লক্ষ্মী
প্রিয় বর- যমুনা ঢাকির সঙ্গীত
প্রিয় বৌ- কি করে বলব তোমায় এর রাধিকা, আলোছায়ার আলো
প্রিয় বৌমা- যমুনা ঢাকির যমুনা, কৃষ্ণকলির শ্যামা
সেরা সহ অভিনেতা- করুণাময়ী রাণী রাসমণির গদাধর
সেরা সহ অভিনেত্রী- যমুনা ঢাকির বিন্দুবাসিনী
প্রিয় ননদ- যমুনা ঢাকির গীত
প্রিয় দেওর- করুণাময়ী রাণী রাসমণির ভূপাল সেরাছেলে- কৃষ্ণকলির নিখিল 

সেরা মেয়ে- কৃষ্ণকলির কৃষ্ণা

সেরা জামাই- করুণাময়ী রাণী রাসমণির মথুর

সেরা নতুন সদস্য- মিঠাই-সিড, ঝিলম-তূর্ণ, সংকল্প-প্রিয়ম, অপু-দীপু, পরি-অপূর্ব, ছোট সারদা
জি ৫-এ সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক-করুণাময়ী রাণী রাসমণি
জি বাংলা ২০২১ ফেসবুক জনপ্রিয় মুখ- স্বস্তিকা দত্ত রাধিকা, কি করে বলব তোমায়

Niranjana Nag

সম্পর্কিত খবর