রোশনের সঙ্গে ভেঙেছে সম্পর্ক, এবার প্রকাশ‍্যেই ‘ক্রাশ’কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শ্রাবন্তী!

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষের দিক থেকেই লাইমলাইট রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। রোশন সিংয়ের (roshan singh) সঙ্গে তৃতীয় বিয়েও ব‍্যর্থ হওয়ার গুঞ্জন সংবাদ শিরোনামে নিয়ে আসে শ্রাবন্তীকে। এখন নাকি দুজনে আলাদাই থাকছেন বলে খবর। রোশন জানিয়ে দিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তাঁর।

শ্রাবন্তী প্রথম থেকেই রোশন ও তাঁর বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব‍্য করেননি। এরই মাঝে নিজের ক্রাশকে প্রকাশ‍্যেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। উত্তরও পেলেন তাঁর শুভেচ্ছার। সেটা আবার ঘটা করে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ারও করলেন শ্রাবন্তী। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।

Srabanti Chatterjee Images10
জানেন শ্রাবন্তীর সেই ক্রাশ কে? তিনি হলেন খোদ শাহিদ কাপুর। দীর্ঘদিন ধরেই তিনি অভিনেত্রীর ক্রাশ। প্রতিবারের মতোই তাই এবারেও নিজের ‘চিরন্তন ক্রাশ’কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি শ্রাবন্তী। শাহিদের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই আমার চিরন্তন ক্রাশ। অনেক ভালবাসা।’

https://www.instagram.com/p/CLtBqXRBJEw/?igshid=3wg7x2kl2f4y

ইনস্টাগ্রামের পাশাপাশি টুইটারেও শাহিদকে ট‍্যাগ করে শুভেচ্ছা জানান শ্রাবন্তী। উত্তরও মেলে তার। অভিনেত্রীর টুইটের উত্তরে শাহিদ লেখেন, ‘ধন‍্যবাদ’। সঙ্গে হৃদয়ের ইমোজি। সেই উত্তরের স্ক্রিনশট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন উত্তেজিত শ্রাবন্তী। শাহিদের উত্তর পেয়ে তিনি যে আপ্লুত তা তাঁর এই কাণ্ডেই বোঝা গিয়েছে।

1614414192 new project 2021 02 27t135241 448
প্রসঙ্গত, গত বছরেও শাহিদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন শ্রাবন্তী। নিজের ক্রাশ বলে উল্লেখও করেছিলেন তিনি। তখন রোশনের সঙ্গে সংসার করছেন শ্রাবন্তী। শাহিদকে ক্রাশ বলায় ট্রোলের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। চতুর্থ বিয়েটাও সেরে ফেলতে অভিনেত্রীকে পরামর্শ দিয়েছিলেন নেটিজেনদের একাংশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর