জোর ঝটকা পেল টিম ইন্ডিয়া! চতুর্থ টেস্টে পাওয়া যাবে না এই তারকাকে

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলছে টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জিতে এই মুহূর্তে 2-1 ফলাফলে এগিয়ে ভারতীয় দল। বাকি রয়েছে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। এই ম্যাচও ভারতের কাছে সমান গুরুত্বপূর্ণ কারণ একদিকে যেমন এই ম্যাচ হারলে সিরিজ ড্র হয়ে যাবে অপরদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যাবে ভারতের। তাই এগিয়ে থাকলেও সিরিজের শেষ টেস্ট ম্যাচ ভারতের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তবে চতুর্থ টেস্ট ম্যাচে নামার আগে বড় সরো ঝটকা খেল ভারতীয় দল। চতুর্থ টেস্ট ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন বর্তমানে ভারতের নাম্বার ওয়ান বোলার জাসপ্রিত বুমরাহ। ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

1613540584 bumrah 1

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জারি করে বুমরাহর সরে দাঁড়ানোর কথাটি ঘোষণা করা হয়েছে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত কারনের জন্যে সিরিজের শেষ ম্যাচটি থেকে অব্যহতি চেয়েছিল বুমরাহ। বোর্ডের তরফে বুমরাহের ছুটি মঞ্জুর করা হয়েছে। সেই কারণে সিরিজের শেষ ম্যাচে বুমরাহকে পাবেনা ভারতীয় দল। তবে বুমরাহ না খেললেও এই মুহূর্তে নতুন করে আর কাউকে দলে অন্তর্ভুক্তি করানো হচ্ছে না বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Udayan Biswas

সম্পর্কিত খবর